টাটা মোটরস একের পর এক নতুন মডেল এনে বাজারে তাদের দাপট আরও মজবুত করছে। এবার তারা বাজারে আনলো বহু প্রতীক্ষিত Tata Curvv Dark Edition। যাদের গাড়িতে কালো রঙের প্রতি আকর্ষণ রয়েছে, তাদের জন্য এই মডেল নিঃসন্দেহে হবে দারুণ এক পছন্দ। ইতিমধ্যেই Nexon, Harrier এবং Safari-র Dark Edition দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন Curvv Dark Edition, যা আরও বেশি প্রিমিয়াম ফিল ও রোড প্রেজেন্স দেবে।
কালো রঙে স্টাইলের ছোঁয়া – চেনা গাড়ির নতুন অবতার
Tata Curvv Dark Edition গাড়িটির ডিজাইনে আনা হয়েছে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন। মূল আকর্ষণ হল এর নতুন Carbon Black রঙের পেইন্ট স্কিম। গাড়ির সামনের গ্রিল, বেল্ট লাইন, Tata লোগো এবং CURVV ব্যাজ – সবই কালো বা ডার্ক ক্রোম ফিনিশে ঢেকে দেওয়া হয়েছে। সাধারণ মডেলগুলিতে যেখানে থাকত ক্রোম হাইলাইট, সেখানে এই Dark Edition সম্পূর্ণ ‘blacked-out’ লুকে ধরা দিয়েছে। এমনকি ১৮ ইঞ্চির অ্যালয় হুইলেও রয়েছে Aero Insert, যা গাড়ির লুককে আরও বেশি স্পোর্টি ও আকর্ষণীয় করে তুলেছে।
পেট্রোল ও ডিজেল – দুই ইঞ্জিন অপশনেই পাওয়া যাচ্ছে এই মডেল
Curvv Dark Edition গাড়িটি পাওয়া যাবে টাটা-র Accomplished টপ ট্রিমে। এতে রয়েছে দুটি ইঞ্জিন অপশন – একটি ১.২ লিটার টার্বো পেট্রোল এবং অন্যটি ১.৫ লিটার ডিজেল। পেট্রোল ইঞ্জিন থেকে পাওয়া যাবে ১২৫ PS শক্তি ও ২২৫ Nm টর্ক, অন্যদিকে ডিজেল ইঞ্জিনটি উৎপন্ন করে ১১৮ PS শক্তি ও ২৬০ Nm টর্ক। দুটি ইঞ্জিনেই রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল ও ৭-স্পিড DCA (ডুয়াল ক্লাচ অটোমেটিক) গিয়ারবক্সের বিকল্প। ফলে চালকরা তাদের পছন্দ অনুযায়ী ট্রান্সমিশন বেছে নিতে পারবেন।
প্রিমিয়াম লুক ও ফিচারস
Curvv Dark Edition-এর দাম সাধারণ Accomplished ভ্যারিয়েন্টগুলির থেকে প্রায় ₹৩০,০০০–₹৩২,০০০ বেশি। দাম শুরু হয়েছে ₹১৬.৪৯ লাখ (এক্স-শোরুম) থেকে। পেট্রোল ও ডিজেল – উভয় ইঞ্জিনেই রয়েছে একাধিক ভ্যারিয়েন্ট। টপ-স্পেক মডেল Accomplished + A ডি-সিএ ডিজেল ভ্যারিয়েন্টের দাম ₹১৯.৫২ লাখ।
প্রিমিয়াম ফিনিশ
গাড়ির বাইরের পাশাপাশি ভিতরের দিকেও রয়েছে একেবারে all-black ইন্টেরিয়র থিম। পুরো কেবিনে রয়েছে কালো লেদারেট সিট, ‘DARK’ ব্যাজিং ও থিমযুক্ত ড্যাশবোর্ড। হেডরেস্টেও রয়েছে ‘DARK’ লোগো। তাছাড়া, রয়েছে ফ্লাশ ডোর হ্যান্ডল, যার মধ্যে আছে ওয়েলকাম লাইট ফিচার। বিশেষভাবে উল্লেখযোগ্য হল dual-zone automatic climate control এবং rear sunshade, যা অভিজাতত্বের ছোঁয়া দেয়।
হাই টেকনোলজি
Tata Curvv Dark Edition প্রযুক্তির দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ। এতে রয়েছে ১২.৩ ইঞ্চির Harman টাচস্ক্রিন, ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, JBL-এর ৯-স্পিকার সাউন্ড সিস্টেম, ওয়্যারলেস Android Auto ও Apple CarPlay, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ওয়্যারলেস চার্জার, মুড লাইট সহ ভয়েস কন্ট্রোল প্যানোরামিক সানরুফ, এবং পাওয়ারড ড্রাইভার সিট।
নিরাপত্তা এবং ADAS ফিচার
নিরাপত্তার দিকেও এই গাড়িটি অত্যন্ত সমৃদ্ধ। রয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ব্লাইন্ড ভিউ মনিটর, ইলেকট্রনিক পার্কিং ব্রেক উইথ অটো হোল্ড, টাইর প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) এবং gesture controlled powered tailgate। উপরন্তু, টপ-স্পেক মডেলে থাকছে ২০টি ADAS (Advanced Driver Assistance Systems) ফিচার, যা গাড়ি চালানোর অভিজ্ঞতাকে আরও নিরাপদ ও স্মার্ট করে তোলে।
উপসংহার
Tata Curvv Dark Edition হল সেই সমস্ত SUV প্রেমীদের জন্য একটি আদর্শ পছন্দ, যারা চায় একটি আভিজাত্যপূর্ণ, প্রযুক্তিসম্পন্ন এবং সাহসী ডিজাইনের গাড়ি। কালো রঙের রাজকীয়তা ও শক্তিশালী ফিচারের সম্মিলনে এই গাড়িটি খুব দ্রুত বাজারে জনপ্রিয়তা পাবে বলেই মনে করা হচ্ছে।