MG Motor আগামী দু’বছরের মধ্যে বিশ্ববাজারে যেসব অত্যাধুনিক গাড়ি আনতে চলেছে, তার মধ্যে অন্যতম আকর্ষণীয় মডেল হল MG Cyber X SUV। এই গাড়িটি শুধু ডিজাইনে নয়, প্রযুক্তির দিক থেকেও একেবারে নতুন মাত্রা ছুঁতে চলেছে। সম্প্রতি প্রকাশিত টিজার ছবিগুলো ইতিমধ্যেই গাড়িপ্রেমীদের মধ্যে উত্তেজনার সঞ্চার করেছে। শাংহাই অটো শো-তে এটি প্রথমবারের মতো প্রকাশ্যে আসবে বলে জানা গেছে।
ডিজাইন
Cyber X SUV-র প্রথম নজরে পড়ে এর ‘পিক্সেল ইনস্পায়ারড’ LED হেডল্যাম্প এবং টেইলল্যাম্প যা সামনে ও পেছনে সম্পূর্ণ গাড়ির প্রস্থ জুড়ে বিস্তৃত। এই ফিউচারিস্টিক লাইটিং থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে থাকছে আলোকিত MG লোগো, যা SUV-র প্রিমিয়াম ও হাই-টেক ভাবমূর্তি গড়ে তোলে।
গাড়িটির আউটলাইন বক্সি হলেও, প্রতিটি প্রান্ত এবং বডি প্যানেল সুচারুভাবে ডিজাইন করা, যাতে এর অ্যারোডায়নামিক প্রোফাইল বজায় থাকে। স্কোয়ার-অফ নাক, স্প্লিট হেডল্যাম্প, হিডেন ডোর হ্যান্ডেল ও ইনটিগ্রেটেড রুফ রেল ডিজাইন উপাদান হিসেবে গাড়িটিকে ভবিষ্যতের গাড়ির রূপ দেয়।
EV না হাইব্রিড?
Cyber X SUV-র পাওয়ারট্রেন সম্পর্কিত আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে গাড়িটির ক্লোজড গ্রিল ডিজাইন দেখে অনুমান করা যায় এটি হয়তো একটি অল-ইলেকট্রিক মডেল অথবা প্লাগ-ইন হাইব্রিড হতে পারে। MG-র মা কোম্পানি SAIC Motor-এর ডেভেলপ করা E3 আর্কিটেকচার-এর ওপর ভিত্তি করে এই গাড়িটি নির্মিত হতে পারে বলে জল্পনা।
E3 হল একটি ফ্লেক্সিবল, মডুলার EV প্ল্যাটফর্ম যা ছোট হ্যাচব্যাক থেকে শুরু করে বড় সাইজের SUV পর্যন্ত বিভিন্ন গাড়িতে ব্যবহারযোগ্য। এর ফলে গাড়ির ওজন বণ্টন, রেঞ্জ ও চার্জিং পারফরম্যান্সে উন্নতি সম্ভব।
ব্যাটারি প্রযুক্তি
MG Cyber X SUV-তে ব্যবহৃত হতে পারে সেমি-সলিড স্টেট ব্যাটারি, যা সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে অনেক বেশি এনার্জি ডেনসিটি দেয়। এর ফলে গাড়ির রেঞ্জ অনেক বেশি হবে, চার্জিং টাইম কমবে এবং ব্যাটারির আয়ু বাড়বে।
AI ও অটোনোমাস ড্রাইভিং
Cyber X SUV-র অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে এর স্বয়ংক্রিয় চালনার ক্ষমতা (Autonomous Driving)। Horizon Robotics-এর তৈরি শক্তিশালী J6 চিপ এবং Momenta-র অটোনোমাস সলিউশন মিলে গাড়িটিকে করে তুলবে সত্যিকার অর্থে স্মার্ট।
এছাড়া MG ও OPPO-এর যৌথ উদ্যোগে গাড়িটিতে থাকছে একটি অ্যাডভান্সড স্মার্ট কানেক্টিভিটি স্যুট, যার মাধ্যমে মোবাইল এবং গাড়ির মধ্যে সমন্বয় আরও উন্নত হবে। এতে ইনফোটেইনমেন্ট সিস্টেমের পাশাপাশি থাকবে ইন-কার অ্যাসিস্ট্যান্ট ও ক্লাউড বেসড ডেটা সেবা।
ভারতের বাজারে MG-র আগাম পরিকল্পনা
ভারতীয় গ্রাহকদের জন্য MG এই বছরেই আনছে ২০২৫ Cyberster, MG M9 ও MG Majestor। এছাড়াও ২০২৬ সালে লঞ্চ হবে MG Cyberster-এর গ্লোবাল ভার্সন। এছাড়া পরবর্তী প্রজন্মের MG4 EV, দুটি নতুন সেডান ও দুটি SUV বাজারে আনবে MG।
MG Cyber X SUV শুধু একটি গাড়ি নয়, বরং এটি MG-র পরবর্তী প্রজন্মের ডিজাইন, প্রযুক্তি ও টেকনোলজির দর্শনের বহিঃপ্রকাশ। যারা SUV খুঁজছেন যেখানে আধুনিক ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স, উচ্চমানের প্রযুক্তি এবং পরিবেশবান্ধব শক্তি একসাথে মেলে—তাদের জন্য Cyber X SUV হতে চলেছে এক আদর্শ পছন্দ। MG এই SUV দিয়ে EV মার্কেটে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে বলেই ধারণা করা হচ্ছে।