TRENDS
Advertisement

তেলের গন্ধে চলবে এই গাড়ি! ৬৮,৭৬৭ টাকায় লঞ্চ হলো Honda’র এই বাইক

হোন্ডা লঞ্চ করেছে ২০২৫ Shine 100 বাইক, যার দাম ৬৮,৭৬৭ টাকা (ex-showroom)। নতুন মডেলটি OBD2B নির্গমন মানদণ্ড মেনে তৈরি এবং প্রতি লিটার পেট্রোলে প্রায় ৭০ কিমি মাইলেজ দেয়

Published By: Tech Desk | Published On:

২০২৫ সালের জন্য Honda তাদের জনপ্রিয় কমিউটার বাইক Shine 100-এর আপডেটেড ভার্সন ভারতে লঞ্চ করেছে। নতুন এই মডেল এখন আরও পরিবেশবান্ধব OBD2B নির্গমন নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। দাম রাখা হয়েছে ৬৮,৭৬৭ টাকা (ex-showroom), এবং এই বাইকটি বাজেট সেগমেন্টে Hero Splendor এবং Bajaj Platina-র মতো বাইকের সঙ্গে প্রতিযোগিতায় নামবে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

তেলের গন্ধে চলবে এই গাড়ি! ৬৮,৭৬৭ টাকায় লঞ্চ হলো Honda'র এই বাইকইঞ্জিন, পারফরম্যান্স ও মাইলেজ

২০২৫ Shine 100-তে থাকছে ৯৮.৯৮cc single-cylinder air-cooled ইঞ্জিন, যা ৭.৩৮ bhp শক্তি এবং ৮.০৪ Nm টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ৪-speed gearbox। যদিও ইঞ্জিনে বড় কোনও পরিবর্তন হয়নি, এটি এখন OBD2B emission norms মেনে তৈরি, যা পরিবেশের জন্য উপযোগী।
এই বাইকটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর claimed mileage — কোম্পানির দাবি অনুযায়ী Shine 100 প্রতি লিটার পেট্রোলে প্রায় ৭০ কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম, যা এই সেগমেন্টে অন্যতম সেরা।

তেলের গন্ধে চলবে এই গাড়ি! ৬৮,৭৬৭ টাকায় লঞ্চ হলো Honda'র এই বাইকনতুন রঙ ও ডিজাইন

ডিজাইন মূলত অপরিবর্তিত থাকলেও, নতুন Shine 100-তে যুক্ত হয়েছে fresh graphics এবং নতুন রঙের বিকল্প। এখন এই বাইকটি পাওয়া যাবে ৫টি কালার অপশনে — Black with Red, Blue, Green, Grey এবং নতুন Orange। Fuel tank, headlamp cowl এবং side panels-এ নতুন গ্রাফিক্স এবং ‘Shine 100’ ব্যাজিং যুক্ত হয়েছে।

চেসিস ও ব্রেকিং সিস্টেম

এই বাইক তৈরি হয়েছে হালকা ওজনের diamond-type frame-এর উপর। সামনে রয়েছে telescopic fork এবং পিছনে twin shock absorbers। নিরাপত্তার দিক থেকে এতে থাকছে drum brakes সহ Combined Braking System (CBS), যা এই সেগমেন্টে একটি বড় অ্যাডভান্টেজ।

ফিচারস ও সেফটি

Shine 100-তে দেওয়া হয়েছে halogen headlamp, bulb-type turn indicators, twin-pod analogue instrument console এবং side-stand engine cut-off sensor। এই সব ফিচার মোটরসাইকেলের নিরাপত্তা এবং ব্যবহারিক দিক থেকে বাড়তি সুবিধা দেবে।

লভ্যতা ও প্রতিযোগিতা

নতুন Honda Shine 100 বাজারে এসেছে একটাই ভ্যারিয়েন্টে। বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই ডেলিভারি শুরু হবে। Hero Splendor, Bajaj Platina-এর মতো বাইকগুলির সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে Shine 100 বাজেট রাইডারদের জন্য একটি আকর্ষণীয় পছন্দ হতে চলেছে।

About Author