২০২৫ সালের জন্য Honda তাদের জনপ্রিয় কমিউটার বাইক Shine 100-এর আপডেটেড ভার্সন ভারতে লঞ্চ করেছে। নতুন এই মডেল এখন আরও পরিবেশবান্ধব OBD2B নির্গমন নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। দাম রাখা হয়েছে ৬৮,৭৬৭ টাকা (ex-showroom), এবং এই বাইকটি বাজেট সেগমেন্টে Hero Splendor এবং Bajaj Platina-র মতো বাইকের সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
ইঞ্জিন, পারফরম্যান্স ও মাইলেজ
২০২৫ Shine 100-তে থাকছে ৯৮.৯৮cc single-cylinder air-cooled ইঞ্জিন, যা ৭.৩৮ bhp শক্তি এবং ৮.০৪ Nm টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ৪-speed gearbox। যদিও ইঞ্জিনে বড় কোনও পরিবর্তন হয়নি, এটি এখন OBD2B emission norms মেনে তৈরি, যা পরিবেশের জন্য উপযোগী।
এই বাইকটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর claimed mileage — কোম্পানির দাবি অনুযায়ী Shine 100 প্রতি লিটার পেট্রোলে প্রায় ৭০ কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম, যা এই সেগমেন্টে অন্যতম সেরা।
নতুন রঙ ও ডিজাইন
ডিজাইন মূলত অপরিবর্তিত থাকলেও, নতুন Shine 100-তে যুক্ত হয়েছে fresh graphics এবং নতুন রঙের বিকল্প। এখন এই বাইকটি পাওয়া যাবে ৫টি কালার অপশনে — Black with Red, Blue, Green, Grey এবং নতুন Orange। Fuel tank, headlamp cowl এবং side panels-এ নতুন গ্রাফিক্স এবং ‘Shine 100’ ব্যাজিং যুক্ত হয়েছে।
চেসিস ও ব্রেকিং সিস্টেম
এই বাইক তৈরি হয়েছে হালকা ওজনের diamond-type frame-এর উপর। সামনে রয়েছে telescopic fork এবং পিছনে twin shock absorbers। নিরাপত্তার দিক থেকে এতে থাকছে drum brakes সহ Combined Braking System (CBS), যা এই সেগমেন্টে একটি বড় অ্যাডভান্টেজ।
ফিচারস ও সেফটি
Shine 100-তে দেওয়া হয়েছে halogen headlamp, bulb-type turn indicators, twin-pod analogue instrument console এবং side-stand engine cut-off sensor। এই সব ফিচার মোটরসাইকেলের নিরাপত্তা এবং ব্যবহারিক দিক থেকে বাড়তি সুবিধা দেবে।
লভ্যতা ও প্রতিযোগিতা
নতুন Honda Shine 100 বাজারে এসেছে একটাই ভ্যারিয়েন্টে। বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই ডেলিভারি শুরু হবে। Hero Splendor, Bajaj Platina-এর মতো বাইকগুলির সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে Shine 100 বাজেট রাইডারদের জন্য একটি আকর্ষণীয় পছন্দ হতে চলেছে।