TRENDS
Advertisement

সেরা ৭ সিটার Family গাড়ি? দেখে নিন নতুন Maruti Eeco 2025

নতুন রূপে ফিরল Maruti-র জনপ্রিয় Eeco। আধুনিক ফিচার, উন্নত সেফটি, সাশ্রয়ী মাইলেজ—সব মিলিয়ে একে বলা যায় মধ্যবিত্ত পরিবারের জন্য আদর্শ ‘Family Van’। বাণিজ্যিক ক্ষেত্রেও সমান কার্যকর নতুন এই মডেল।

Published By: Tech Desk | Published On:

মারুতি সুজুকি তাদের জনপ্রিয় মাল্টি-ইউটিলিটি ভ্যান ইকো-এর ২০২৫ সংস্করণ বাজারে নিয়ে এসেছে। নতুন মডেলটি আধুনিক ডিজাইন, উন্নত ফিচার এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে, যা পারিবারিক ও বাণিজ্যিক উভয় ব্যবহারের জন্য উপযোগী।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Design ও Dimensions:
Eeco 2025 এর দৈর্ঘ্য 3,675 mm, প্রস্থ 1,475 mm এবং উচ্চতা 1,825 mm। Front Grille, Halogen Headlamp এবং নতুন Bumper সহ গাড়ির ডিজাইনে আনা হয়েছে আধুনিকতা। গাড়িটি এখন Pearl Midnight Black, Silky Silver এবং Metallic White রঙে পাওয়া যাচ্ছে।

Engine ও Performance:
গাড়িটিতে ব্যবহৃত হয়েছে K-Series 1.2L Petrol Engine। Petrol ভ্যারিয়েন্টে পাওয়া যায় 80.76 PS Power এবং 104.4 Nm Torque। CNG ভ্যারিয়েন্টে পাওয়া যায় 71.65 PS Power এবং 95 Nm Torque। উভয় ভ্যারিয়েন্টেই আছে 5-speed Manual Gearbox। Mileage অনুযায়ী, Petrol ভ্যারিয়েন্ট 19.71 km/l এবং CNG ভ্যারিয়েন্ট 26.78 km/kg পর্যন্ত দিতে সক্ষম।

Interior ও Features:
গাড়ির Cabin এ রয়েছে Digital Speedometer, নতুন Instrument Cluster এবং Rotary AC Controls। উন্নত Fabric Upholstery ও Cushioning দীর্ঘ সময় ধরে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে। Eeco ৫-Seater ও ৭-Seater configuration-এ উপলব্ধ, যা বড় Family বা ব্যবসায়িক পরিবহণের জন্য উপযুক্ত।

Safety Features:
নতুন Eeco 2025 মডেলে থাকছে মোট 11টি গুরুত্বপূর্ণ Safety Feature—Dual Front Airbags, ABS with EBD, Rear Parking Sensors, Child Lock, Engine Immobilizer, Seatbelt Reminder প্রভৃতি।

Price ও Availability:
Eeco 2025-এর Ex-showroom Price শুরু হয়েছে ₹5.32 lakh থেকে, এবং সর্বোচ্চ ₹6.58 lakh পর্যন্ত। এটি 5-Seater, 7-Seater, Cargo, Tour এবং Ambulance ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। CSD (Canteen Stores Department) Scheme-এর আওতায় গাড়িটির Special Price ₹5.44 lakh, যা গ্রাহকদের ₹98,000 পর্যন্ত সাশ্রয় করতে সাহায্য করবে।

Maruti Eeco 2025 তার আধুনিক Features, শক্তিশালী Performance এবং সাশ্রয়ী মূল্যের জন্য নতুন করে আবারও দেশের অন্যতম জনপ্রিয় Family Van হয়ে উঠতে চলেছে।

About Author