গাড়ি কেনার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু বাজেটের কথা কল্পনা করে সেইদিকে তাকানোর সাহস হয়না। বর্তমান সময়ে নানান অপশন রয়েছে , কিন্তু সেসমস্ত গাড়ির দাম শুরু হচ্ছে 7-8 লক্ষ টাকা থেকে। মোটামুটি ভালো গাড়ি কিনতে গেলে নিদেনপক্ষে এই টাকা খরচ করতেই হয়। কিন্তু জানলে অবাক হবেন যে, মাত্র 5 লাখের বাজেটেও ভালো গাড়ি কিনতে পারেন আপনি। তাহলে চলুন এই গাড়িগুলোর সম্পর্কে জানাই আপনাদের।
1) Maruti Alto K10
সস্তায় দুর্দান্ত গাড়ি দেওয়ার খ্যাতি রয়েছে মারুতি সুজুকির। আর সেইকথা যে সর্বৈব সত্য তা প্রমাণ করে Alto K10। এই গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 3.99 লক্ষ টাকা থেকে। গাড়িতে থাকছে 1 লিটার পেট্রোল ইঞ্জিন। এছাড়া সিএনজি অপশনও উপলব্ধ গাড়িটি। পেট্রোলে মডেলে গাড়িটির মাইলেজ 24.39 kmpl এবং CNG তে 33.85 km/kg।
2) Renault Kwid
Alto কে বেশ টেক্কা দিতে পারে Renault এর এই গাড়িটি। উল্লেখ্য যে, Kwid দেশের সবচেয়ে সস্তা অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত গাড়ি। Renault Kwid এর দাম শুরু হচ্ছে 4.70 লক্ষ টাকা থেকে। এখানেও রয়েছে 1 লিটার ইঞ্জিন। মোট 21.46 kmpl মাইলেজ পাওয়া যায় গাড়িতে। কম বাজেটে একটি দুর্দান্ত অপশন এই Kwid।
3) Maruti S-Presso
ডিজাইনের দিক দিয়ে কোনো বাকি রাখেনি Maruti। খানিকটা Scorpio এর মতোই দেখতে। এই গাড়িকে মিনি Scorpio বললে ভুল বলা হয়না। SUV স্টাইলের লুক টেক্কা দেবে এই সেগমেন্টের অন্যান্য গাড়িকে। এন্ট্রি লেভেল সেগমেন্টে আসা গাড়িটির দাম শুরু হচ্ছে 4.26 লক্ষ টাকা থেকে। Alto K10 এর মতো এখানেও একই 1 লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। গাড়িটির মাইলেজ 24.12 kmpl।