TRENDS
Advertisement

পাত্তা পাবেনা EV, একবার তেল ভরুন আর নিশ্চিন্তে সারা মাস! নতুন এই পাঁচ গাড়ি ছুটবে 1000 কিমি!

ভারতের বাজারে রয়েছে নানান গাড়ি। বর্তমানে এই তালিকায় নতুন সংযোজন EV। যদিও বর্তমান সময় অবধি জ্বালানি চালিত গাড়িগুলোর বিক্রিই বেশি। বিক্রির নিরীখে টপ স্পটে মারুতি সুজুকি থাকলেও পিছিয়ে নেই টাটা,…

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে রয়েছে নানান গাড়ি। বর্তমানে এই তালিকায় নতুন সংযোজন EV। যদিও বর্তমান সময় অবধি জ্বালানি চালিত গাড়িগুলোর বিক্রিই বেশি। বিক্রির নিরীখে টপ স্পটে মারুতি সুজুকি থাকলেও পিছিয়ে নেই টাটা, মাহিন্দ্রা। কিন্তু আপনি কি জানেন কোন গাড়িগুলো একবার তেল ভরলে 1000 কিমি ছুটতে পারে? বাজেট অপশনে এরকম সেরা পাঁচটি গাড়ি নিয়ে হাজির হয়েছি আমরা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Honda City e-HEV Honda City Hybrid 1629383110038 1629383120513
হোন্ডা মোটরসের সেডানটি বেশ জ্বালানি সাশ্রয়ী। স্টাইলিশ লুকের সাথে মাইলেজও রয়েছে ভরপুর। Honda City e-HEV গাড়িটির মাইলেজ রয়েছে 27.13 kmpl। 40L ফুয়েল ট্যাঙ্ক থাকায় একবার ট্যাঙ্ক ভর্ত্তি করলে গাড়িটি মোট 1085 কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম।

Tata Nexon (Diesel) Nexon Mobile Specifications Overlay
কিছুদিন আগেই লঞ্চ হয়েছে নতুন Tata Nexon Facelift। টাটা মোটরসের নেক্সন গাড়িটি বর্তমানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUV। আর এই গাড়ির ডিজেল ভার্সন নিয়ে বলবো আমরা। ডিজেলের সাথে Nexon Facelift এর মাইলেজ রয়েছে 24 kmpl। 44L জ্বালানী ট্যাঙ্কের সাথে গাড়িটি একবার ফুল ট্যাঙ্কিতে মোট 1056 কিলোমিটার যেতে সক্ষম।

Hyundai Creta (Diesel) Hyundai Creta Facelift
তালিকায় তৃতীয় গাড়ি Hyundai এর Creta গাড়িটির ডিজেল ভার্সন। Creta তে উপস্থিত 1.5L এর ডিজেল ইঞ্জিন শক্তিশালী হওয়ার সাথে সাথে লম্বা মাইলেজ দেয়। মোট 21.8 কিমি মাইলেজের সাথে 50 লিটারের ফুয়েল ট্যাঙ্ক সমেত Creta Diesel একবারে 1090 কিমি পর্যন্ত যেতে সক্ষম।

Toyota Innova Hycross Innova Hycross Exterior Right Front Three Quarter 73
গাড়ি নিয়ে আলোচনা হবে আর সেখানে Toyota থাকবেনা এ আবার হয় নাকি! এরমধ্যে Innova SUV টি আবার বিক্রির নতুন রেকর্ডও বানিয়েছে। কি নেই এখানে, শক্তিশালী ইঞ্জিন থেকে শুরু করে লম্বা মাইলেজ সবই মজুদ Innova Hycross এ। 23.24 kmpl মাইলেজ সমেত Innova-র 52 লিটার ফুয়েল ট্যাঙ্ক 1208 কিমি কার্যকরী রেঞ্জ দেয়৷

Maruti Suzuki Grand Vitara HybridMaruti Suzuki Grand Vitara 1658302738467 1660104244346 1660104244346
মারুতি সুজুকির Grand Vitara গাড়িটি আসে SUV সেগমেন্টে। এখানে রয়েছে 1.5 লিটারের Naturally Aspirated K12C ইঞ্জিন। আর এই ইঞ্জিন 27.97 kmpl মাইলেজ দিতে সক্ষম। হিসেবমত গ্র্যান্ড ভিটারার 45L ট্যাঙ্ক মোট 1285 কিমি মাইলেজ দেয়।

About Author