TRENDS
Advertisement

ফাঁস হয়ে গেল Oppo’র নতুন Reno সিরিজের ফোনের দাম, কত টাকায় পাবেন?

Oppo এর নতুন Reno সিরিজের ফোন খুবই জলদি আসতে চলেছে মার্কেটে। ফ্লিপকার্টে বেশ কিছুদিন ধরেই এই নিয়ে অ্যাড দেওয়াও চলছে। আগামী 10 জুলাই নতুন Reno সিরিজ ভারতের বাজারে লঞ্চ হতে…

Published By: Writer Desk | Published On:

Oppo এর নতুন Reno সিরিজের ফোন খুবই জলদি আসতে চলেছে মার্কেটে। ফ্লিপকার্টে বেশ কিছুদিন ধরেই এই নিয়ে অ্যাড দেওয়াও চলছে। আগামী 10 জুলাই নতুন Reno সিরিজ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। যার মধ্যে রয়েছে Oppo Reno 10, Reno 10 Pro, এবং Reno 10 Pro+। কিন্ত এবার ফোন লঞ্চ হওয়ার আগেই লিক হয়ে গেল দামের বিবরণ!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

জিওমার্টেও ফোনগুলোর বিক্রি চলতে থাকবে। সেখানেই দাম লিক করে গিয়েছে। টিপস্টার সুধাংশু আম্ভোর তার টুইটার পোস্টে Oppo Reno 10 সিরিজের দামের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে জানা যাচ্ছে Oppo Reno 10 এর দাম শুরু হচ্ছে 30,000 থেকে। Oppo Reno 10 Pro এর বেস মডেলের দাম থাকছে 40,000 থেকে।

তবে Oppo Reno 10 Pro+ এর জন্য আপনাকে 50,000 টাকা দিতে হবে। যদিও পরে ই-কমার্স সাইটের তরফে সেই দাম নামিয়ে নেওয়া হয়। কিন্তু সুধাংশু আম্ভোরের দেওয়া স্ক্রিনশট থেকে জানা যাচ্ছে যে, Oppo Reno 10 Pro এর 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে Rs. 40,999 টাকা। সেখানে Oppo Reno 10 Pro+ এর 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য 54,999 দাম নির্ধারিত করা হয়েছে।

এদিকে টিপস্টার মুকুল শর্মা ইঙ্গিত দেন যে, Oppo Reno 10 5G এর বেস ভেরিয়েন্টের দাম থাকবে 38,999 টাকা। একইভাবে 10 Pro এবং 10 Pro+ এর বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে Rs. 44,999 এবং 59,999 টাকা থেকে। যদিও ঠিক কত দাম থাকতে পারে তা 10 জুলাই জানা যাবে।

এছাড়া আপনাদের এও জানিয়ে রাখি যে, Oppo Reno 10 Pro সিরিজের স্মার্টফোনগুলি বেশ শক্তিশালী হতে চলেছে। সেখানে থাকবে একটি 64-মেগাপিক্সেল সেন্সর। Reno 10 Pro+ ভেরিয়েন্টে Snapdragon 8+ Gen 1 SoC থাকছে।

About Author