TRENDS
Advertisement

Tata Nexon এবার আরো সস্তায়, 2.8 লাখ টাকার বড় ছাড়ের ঘোষণা টাটা মোটরসের! এইদিন পর্যন্ত চলবে অফার

ফেব্রুয়ারি মাসে অন্যান্য কোম্পানির মতো দারুণ অফার নিয়ে এসেছে টাটা মোটরস। কোম্পানির লেটেস্ট লঞ্চ হওয়া Tata Nexon গাড়ির প্রতিটি ভ্যারিয়েন্টে থাকছে বড় অংকের ছাড়ের সুবিধা। সবচেয়ে বেশি ছাড় রয়েছে গাড়িটির…

Published By: Ritwik | Published On:

ফেব্রুয়ারি মাসে অন্যান্য কোম্পানির মতো দারুণ অফার নিয়ে এসেছে টাটা মোটরস। কোম্পানির লেটেস্ট লঞ্চ হওয়া Tata Nexon গাড়ির প্রতিটি ভ্যারিয়েন্টে থাকছে বড় অংকের ছাড়ের সুবিধা। সবচেয়ে বেশি ছাড় রয়েছে গাড়িটির বৈদ্যুতিক ভার্সন অর্থাৎ Nexon EV তে। আর এই ছাড়ের ফলে নতুন Nexon কিনতে গিয়ে একেবারে 2.8 লক্ষ টাকা পর্যন্ত বাঁচাতে পারেন গ্রাহকরা।Tata Nexon Facelift

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

শুরুতেই জানিয়ে দিই যে, টাটা মোটরসের এই ছাড় মিলবে গত 2023 সালে উৎপাদিত গাড়িগুলোর ওপর। গত বছরের তৈরী Tata Nexon এ ছাড় দিচ্ছে সংস্থাটি। বিভিন্ন ডিলারশিপ অনুযায়ী ছাড় ভিন্ন হতে পারে। এছাড়া উল্লেখ্য যে, Nexon এর পেট্রোল ভ্যারিয়েন্টে কোনো ছাড় থাকছেনা। তাহলে চলুন দেখে নেওয়া যাক EV তে কত ছাড় পাওয়া যাবে।

Tata Nexon EV Facelift গাড়িটি একাধিক ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর মধ্যে ফিয়ারলেস MR, এমপাওয়ারড + LR এবং এমপাওয়ারড MR ভ্যারিয়েন্টে মোট 50,000 টাকা সুবিধা পাওয়া যাচ্ছে। অন্যান্য ভ্যারিয়েন্টে থাকছে 85 হাজার টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা।

Tata Nexon Ev Max

উল্লেখ্য যে, Tata Nexon EV Facelift গাড়িটি 30.2 kWh এবং 40.5 kwh ব্যাটারি প্যাকের সাথে উপলব্ধ। ছোট ব্যাটারি প্যাকটির নাম মিড রেঞ্জ এবং অপেক্ষাকৃত বড় ব্যাটারি প্যাকের নাম লং রেঞ্জ। মিড রেঞ্জের ক্ষেত্রে মাইলেজ পাওয়া যায় 325 কিমি এবং লং রেঞ্জে গাড়িটি মোট 465 কিমি ছুটতে পারে।

Tata Nexon EV Facelift এর পরিবর্তে Pre Facelift গাড়িটি কিনলে ছাড়ের অংক অনেকটাই বেশি। সেখানে মোট 1.90 লক্ষ টাকা থেকে 2.30 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। Pre Facelift Tata Nexon EV Max এর টপ স্পেক ভ্যারিয়েন্টে মোট 2.80 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। উল্লেখ্য এই ছাড় কেবল ফেব্রুয়ারি পর্যন্তই উপলব্ধ।

About Author