Read In
Whatsapp
Car News

Thar-Hyundai এখন অতীত, শীঘ্রই বাজারে কাঁপাতে আসছে টাটার নয়া Blackbird, দামটা শুনেই দেখুন

বাজেট সচেতন গ্রাহকদের মনে খুশি আনতে বদ্ধ পরিকর টাটা মোটরস। খুব শীঘ্রই একটি কম্প্যাক্ট SUV আনতে চলেছে সংস্থাটি। এটি এমন একটি গাড়ি যাতে গ্রাহকরা পেয়ে যাবেন একাধিক ফিউচারিস্টিক ফিচার। এবং এই গাড়ি আগামী বছরের মধ্যেই SUV বিভাগে একটি শক্তিশালী প্রতিযোগী হিসাবে অবস্থান করবে বলে আশা করছে টেক বিশেষজ্ঞরা।Tata Blackbird

সূত্রের খবর, দামের দিক দিয়েও অন্যান্য সমস্ত SUV-কে টেক্কা দেবে টাটার এই নয়া কালো পাখি। যেসব গ্রাহকরা কম বাজেটের মধ্যে একটি বহুমুখী গাড়ির সন্ধান করছেন তাদের জন্য এক দারুণ বিকল্প হতে পারে এই গাড়ি। তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই এর সম্ভাব্য দাম, ফিচার্স এবং কবে নাগাদ লঞ্চ হতে চলেছে টাটা ব্ল্যাক বার্ড।

মূল স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য

বিভিন্ন টেক মিডিয়া সূত্রে খবর, টাটা ব্ল্যাকবার্ড একটি 1199.0 সিসি ইঞ্জিনের সাথে আসবে। গাড়িটি পেট্রোল এবং ডিজেল উভয় বিকল্পের সাথেই আসবে। গাড়িটিতে মিলবে 17.4 – 22.4 kmpl এর চিত্তাকর্ষক মাইলেজ রেঞ্জ। যা লং ড্রাইভ থেকে শুরু করে দৈনিক যাতায়াত__সব কিছুর জন্যই আদর্শ। পাশাপাশি ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় ট্রান্সমিশন, উভয় বিকল্প দেওয়া হবে। Tata Blackbird Suv Render 1200x900 1

ডিজাইন : ব্ল্যাকবার্ডের ডিজাইন এবং বৈশিষ্ট্য সম্পর্কে সুনির্দিষ্ট বিশদ বিবরণ আপাতত গোপন রেখেছে সংস্থাটি। তবে এটি একটি 5-সিটার মডেল হতে পারে বলে খবর। সূত্রের খবর, আগামী বছরের ২৮ শে জুলাই নাগাদ বাজারে হিট করতে পারে টাটার কালো পাখি। গাড়িটির সম্ভাব্য দাম ১০ থেকে ১৬ লক্ষ্যের মধ্যে (এক্স শো রুম)।

বাজার অবস্থান এবং প্রতিদ্বন্দ্বী : টেক বিশেষজ্ঞদের মতে, টাটার এই নয়া গাড়ি সরাসরি টক্কর দেবে Hyundai Creta, Mahindra Thar, আসন্ন Mahindra XUV300 2024, Tata Nexon, এবং Kia Seltos এর মত দমদার গাড়িকে।

Back to top button