ভারতে বেশ কিছু গাড়ি রয়েছে যা গাড়ির বাজারে ঝড় তুলেছে। বর্তমানে বিশ্বের সমস্ত বড় বড় সংস্থা এই বাজারে এসেছে। স্বাভাবিক ভাবেই বেশ কিছু দুর্দান্ত গাড়ি লঞ্চ হয়েছে। বাজেটের মধ্যে আসা নতুন গাড়িগুলো বহু দামী গাড়িকেও লজ্জায় ফেলতে পারে। আর তেমনই একটি গাড়ি Citroen এর C3। স্বল্প বাজেটে দূর্দান্ত অপশন এটি।
ভারতের রাস্তায় সাধারণত মারুতি সুজুকির গাড়িই বেশি দেখা যায়। আর তার মূল কারণ কম দামের মধ্যেই দুর্দান্ত ফিচার গাড়ি নিয়ে আসা। মারুতির দেখানো পথেই হেঁটেছে Citroen। বর্তমানে C3 একটি জনপ্রিয় পছন্দ হয়ে উঠেছে। আর এই গাড়িটি বেশ সস্তায় কিনতে পারেন।
একবারে পুরো টাকা দিতে না পারলে সেক্ষেত্রে ফাইন্যান্স প্ল্যানের সাহায্য নিতে পারেন আপনি। ফাইন্যান্স প্ল্যানের অধীনে খুব সহজেই গাড়িটি পাওয়া যাবে। তবে গাড়িটি কেনার আগে তার ভালোমন্দ পুরোটাই দেখে নেবেন যাতে আগামী সময়ে সমস্যায় না পড়তে হয়।
কত খরচ হবে Citroen C3 কিনতে?
Citroen C3 এর PureTech 82 ভ্যারিয়েন্টটি অধিক বিক্রি হয়। আসলে এটি বেস ভ্যারিয়েন্ট। এই গাড়ির এক্স শোরুম দাম রয়েছে 6,16,000 টাকা। C3 এর বেস মডেলটির অন রোড দাম পড়বে 6,94,545 টাকা। আর এই বাজেটে একটি সেরা অপশন এই C3।
ফাইন্যান্স প্ল্যান
বেশ সস্তায় Citroen C3 এর বেস মডেল কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন। শুরুতেই আপনাকে 1 লক্ষ টাকার ডাউনপেমেন্ট করে দিতে হবে। এরপর বাকি টাকা অর্থাৎ ব্যাংক থেকে 5,94,545 টাকার ঋণ নিতে পারে। 5 বছরের জন্য এই ঋণ নিলে সুদ লাগবে 9.8%। আর এক্ষেত্রে মাসিক EMI খরচ হবে 12,574 টাকা।