TRENDS
Advertisement

ফেব্রুয়ারিতে অফারের বর্ষা! MG Motors এর নতুন গাড়িতে থাকছে 3.9 লাখের বাম্পার ডিসকাউন্ট

ফেব্রুয়ারি মাসের শুরুতেই বড়সড় ছাড়ের ঘোষণা করল MG Motors। একাধিক গাড়ি রয়েছে তাদের ভাঁড়ারে, এর মধ্যে সবচেয়ে সস্তার MG Comet, সেটি একটি বৈদ্যুতিক গাড়ি। আর সবচেয়ে দামী MG Gloster। দেশের…

Published By: Ritwik | Published On:

ফেব্রুয়ারি মাসের শুরুতেই বড়সড় ছাড়ের ঘোষণা করল MG Motors। একাধিক গাড়ি রয়েছে তাদের ভাঁড়ারে, এর মধ্যে সবচেয়ে সস্তার MG Comet, সেটি একটি বৈদ্যুতিক গাড়ি। আর সবচেয়ে দামী MG Gloster। দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি Comet, ছাড়ের সাথে আরো সস্তায় গাড়িটি কেনা সম্ভব। তাহলে চলুন কোন গাড়িতে কত ছাড় পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

MG Hector Mg
MG Motors এর Hector গাড়িটি বাজেট সেগমেন্টে সেরা ফিচারস অফার করে। এই গাড়িতে রয়েছে 1.5 লিটার ইঞ্জিন যা 141 hp শক্তি উৎপন্ন করতে সক্ষম। গাড়ির অন্দরে থাকছে 14 ইঞ্চির টাচস্ক্রিন এবং লেটেস্ট ADAS ফিচারস। MG Hector গাড়িতে ছাড় রয়েছে 79 হাজার টাকার। পেট্রোল মডেলের দাম শুরু হচ্ছে 14.94 লক্ষ টাকা থেকে এবং ডিজেলের সাথে দাম 17.05 লক্ষ টাকা।

MG Gloster Mg Gloster 1661933715189 1661933723744 1661933723744
MG Motors এর সবচেয়ে দামী গাড়ি Gloster। এখানে রয়েছে 2 লিটার ডিজেল ইঞ্জিন যা 212.55 hp শক্তি উৎপন্ন করতে সক্ষম। নিরাপত্তার জন্য থাকছে 6টি এয়ারব্যাগ, ADAS ফিচারস। কেবিনে থাকছে 12.28 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, 12টি স্পিকার অডিও সিস্টেম। Gloster এর দাম কমেছে 1.37 লক্ষ টাকা। ছাড়ের পর MG Gloster পাওয়া যাবে 37.49 লক্ষ টাকায়।

MG ZS EV 2021 Mg Zs Ev Feature 16341394214x3
MG ZS কোম্পানির ফ্লাগশিপ EV। এই গাড়িটির দাম কমেছে 3.9 লক্ষ টাকা! দাম কমার পর ZS EV কিনতে খরচ মাত্র 18.89 লক্ষ টাকা। জানিয়ে রাখি যে, গাড়িটি একবার ফুল চার্জে 461 কিমি ছুটতে সক্ষম। 5স্টার সেফটি রেটিংয়ের সাথে গাড়িটি চার্জ হতে সময় নেয় 16 ঘণ্টা।

MG Comet EV Mg Comet
MG Comet দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি। এই গাড়িতে মোট 17.3 kWh ব্যাটারি প্যাক রয়েছে যা 40.14 hp শক্তি উত্পন্ন করতে সক্ষম। একবার ফুল চার্জে গাড়িটি 230 কিমি ছুটতে পারে। এই গাড়ির দাম কমেছে 99,000 টাকা। বর্তমানে 7.98 লক্ষ টাকার পরিবর্তে Comet মিলবে মাত্র 6.99 লক্ষ টাকায়।

About Author