TRENDS
Advertisement

মারুতির সবচেয়ে সস্তা 7 সিটার গাড়ি এটি, পাবেন চমকে দেওয়া মাইলেজ? জানুন খুঁটিনাটি

মারুতি সুজুকি কিছুকাল আগেও দেশের বাজারের অধিকাংশ বাজার নিজের দখলে রেখেছিল। প্রায় সমস্ত সেগমেন্টে তারা নম্বর ওয়ান হয়ে রেকর্ড বানায়। যদিও বৈদ্যুতিক গাড়ির রমরমা বাজারে তাদের উপস্থিতি নেই বললেই চলে।…

Published By: Ritwik | Published On:

মারুতি সুজুকি কিছুকাল আগেও দেশের বাজারের অধিকাংশ বাজার নিজের দখলে রেখেছিল। প্রায় সমস্ত সেগমেন্টে তারা নম্বর ওয়ান হয়ে রেকর্ড বানায়। যদিও বৈদ্যুতিক গাড়ির রমরমা বাজারে তাদের উপস্থিতি নেই বললেই চলে। এছাড়া বড় গাড়ির বাজারেও পিছিয়ে পড়ছিল তারা। কিন্তু এবার সবচেয়ে সস্তার 7 সিটার কার Eeco লঞ্চ করে যোগ্য প্রত্যুত্তর দিয়েছে সংস্থাটি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

মাত্র ৭ লক্ষ টাকায় Maruti Suzuki নিজেদের সবচেয়ে সস্তার সেভেন সিটার গাড়ি লঞ্চ করে বাজারে উত্তেজনা তৈরী করেছে। এই ভ্যানটি বাজারে বেশ জনপ্রিয়। ২৭ কিমি মাইলেজের সাথে দারুণ ডিজাইন এবং দুর্দান্ত স্পেক্স, সমস্ত কিছু মিলে মানুষের পছন্দের হয়ে ওঠে সেটি। সদ্যই সেই গাড়িটির ১৩টি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে মারুতি সুজুকি। সেখানে ইঞ্জিন থেকে শুরু করে এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র, সমস্ত জায়গাতেই বিরাট পরিবর্তন আনা হয়েছে।

মারুতির সবচেয়ে সস্তা 7 সিটার গাড়ি এটি, পাবেন চমকে দেওয়া মাইলেজ? জানুন খুঁটিনাটি
source : rushlane

মারুতি সুজুকি গাড়িটি বাজারে এনেছে মোট ১৩ টি ভ্যারিয়েন্টে। সেখানে আপনি 7 সিটার, 5 সিটার সহ কার্গো, ট্যুর পাশাপাশি অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু ভার্সন রয়েছে। আবার গাড়ির সাথে বিনামূল্যে CNG কিটও পেয়ে যাচ্ছেন আপনি। গাড়িতে নতুন ১.২ লিটারের ডুয়াল জেট পেট্রোল ইঞ্জিন ব্যাবহার করেছে মারুতি সুজুকি। যা ৮০.৭৬ PS সর্বোচ্চ শক্তি এবং ১০৪.৪Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। CNG ক্ষেত্রে সেটি সর্বোচ্চ ৮০.৭৬ PS শক্তি এবং ৯৫ Nm পিক টর্ক তৈরি করতে পারে।

5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত ইঞ্জিনটি পেট্রোল ভার্সনে ২০.২০ কিলোমিটার মাইলেজ দেয়। CNG ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন ২৭.০৫ কিমি/কেজি মাইলেজ। বাজারে এটি লড়াই করবে Innova এর সাথে। যদিও দামের হিসেবে দুটি সম্পূর্ন আলাদা গাড়ি। কারণ Innova গাড়িটির দাম শুরু হচ্ছে ২০ লক্ষ টাকার আশেপাশে। সেখানে 5 সিটার Eeco গাড়িটির দাম শুরু হচ্ছে ৫.১০ লাখ থেকে। মারুতির সবচেয়ে সস্তা 7 সিটার গাড়ি এটি, পাবেন চমকে দেওয়া মাইলেজ? জানুন খুঁটিনাটি

উল্লেখ্য গাড়িতে রয়েছে একদম নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্টিয়ারিং হুইল, কেবিন এয়ার ফিল্টার (AC ভেরিয়েন্ট), AC রোটারি কন্ট্রোলের মতো ফিচারস। এছাড়া উন্নত নিরাপত্তার জন্য সেখানে ইঞ্জিন ইমোবিলাইজার, সামনের সিটে ডুয়াল এয়ারব্যাগ সহ অতিরিক্ত ফিচারস।

About Author