TRENDS
Advertisement

160CC Bike : 160 সিসি সেগমেন্টে স্পোর্টিং বাইক চাইলে সেরা কোনটি? দেখে নিন পুরো তালিকা

কমিউটার শ্রেণীর বাইকগুলো একসময় খুব জনপ্রিয় থাকলেও বর্তমান সময়ে একটু ভারী বাইকের প্রয়োজনীয়তা বেড়েছে বেশ কিছুটা। আর এক্ষেত্রে জনপ্রিয় হয়ে ওঠেছে 160 সিসির সেগমেন্ট। আর তাই এখানে একগুচ্ছ বাইক লঞ্চ…

Published By: Ritwik | Published On:

কমিউটার শ্রেণীর বাইকগুলো একসময় খুব জনপ্রিয় থাকলেও বর্তমান সময়ে একটু ভারী বাইকের প্রয়োজনীয়তা বেড়েছে বেশ কিছুটা। আর এক্ষেত্রে জনপ্রিয় হয়ে ওঠেছে 160 সিসির সেগমেন্ট। আর তাই এখানে একগুচ্ছ বাইক লঞ্চ করেছে বিভিন্ন কোম্পানি। কিন্তু আপনি নেবেন কোনটা? কোন বাইক আপনার কষ্টার্জিত অর্থের পুরো মূল্য চোকাতে পারবে? দেখে নিন ভারতে মজুদ সেরা 160 সিসি বাইকের তালিকা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1. TVS Apache RTR 160 : 160CC Bike ভারতীয় বাজারে TVS Apache RTR 160 বাইকের জনপ্রিয়তা সম্পর্কে নতুন কিছু বলার নেই। গাড়িটির প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে 1.20 লক্ষ টাকা। 159.7 সিসি ইঞ্জিন যুক্ত Apache বাইকটি সর্বোচ্চ 15.8 bhp শক্তি এবং 13Nm টর্ক উত্পাদন করতে সক্ষম।

2. TVS Apache RTR 160 4V ABS : 160CC Bike : 160 সিসি সেগমেন্টে স্পোর্টিং বাইক চাইলে সেরা কোনটি? দেখে নিন পুরো তালিকা Apache বাইকের আপগ্রেডেড ভার্সন এই 160 4V ABS। বাইকে একটি 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ইঞ্জিন রয়েছে যা 16.8 bhp শক্তি এবং 14.8 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। 1.27 লক্ষ টাকার দামের সাথে আসে গাড়িটি।

3. Bajaj Pulsar NS160 : 160CC Bike : 160 সিসি সেগমেন্টে স্পোর্টিং বাইক চাইলে সেরা কোনটি? দেখে নিন পুরো তালিকা বাজারে বাজাজ পালসারের দাপট বেশ স্পষ্ট। 160 সিসির বাইকটিতে রয়েছে আকর্ষণীয় স্পোর্টি লুক, যা বাইকটিকে মানুষের কাছে আরো আকর্ষণীয় করে তোলে। 160.3 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন 15.5 bhp সর্বোচ্চ শক্তি এবং 13 Nm এর সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। বাইকটির দাম শুরু হয় 1,34,675 টাকা থেকে।

4. Yamaha MT-15 : 160CC Bike : 160 সিসি সেগমেন্টে স্পোর্টিং বাইক চাইলে সেরা কোনটি? দেখে নিন পুরো তালিকা 60cc সেগমেন্টে Yamaha বাইকের কথা আসবেই। এখানে নতুন বাইক MT-15। সম্প্রতি গাড়িটির দ্বিতীয় সংস্করণ এসেছে বাজারে। 155CC সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড, 4-স্ট্রোক, SOHC, 4-ভালভ ইঞ্জিন মোট 18 bhp শক্তি এবং 14.1 Nm পিক টর্ক তৈরি করে। গাড়িটির দাম রয়েছে 1,68,400 টাকা।

5. Honda SP 160 : 160CC Bike : 160 সিসি সেগমেন্টে স্পোর্টিং বাইক চাইলে সেরা কোনটি? দেখে নিন পুরো তালিকা SP 125 এরপর বাজারে এসেছে SP 160। এই বাইকটি শীঘ্রই বাজারে। 1.17 লক্ষ থেকে 1.22 লক্ষ টাকার দামের মধ্যে একগুচ্ছ পারফরম্যান্স অফার করে বাইকটি। সেখানে মোট 162.7cc ক্ষমতার ওয়ান সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা 13.46 bhp শক্তি এবং 14.58 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। তাই বোঝাই যাচ্ছে বেশ কম দামেই দুর্দান্ত ক্ষমতার সাথে আসে Honda SP 160।

About Author