TRENDS
Advertisement

Best Budget EV : বাজেটের মধ্যে সেরা এই চার EV, কম দামেই মিলবে লম্বা মাইলেজ

বৈদ্যুতিক গাড়িগুলো ধীরে ধীরে বাজার দখল করছে। এমতাবস্থায় অনেকেই Electric Vehicle কেনার পরিকল্পনা করেছেন। এক্ষেত্রে কোন গাড়ি উপযুক্ত তাই নিয়ে নানান বিভ্রান্তি রয়েছে। বাজেট থেকে শুরু করে ফিচারস নিয়ে নানান…

Published By: Ritwik | Published On:

বৈদ্যুতিক গাড়িগুলো ধীরে ধীরে বাজার দখল করছে। এমতাবস্থায় অনেকেই Electric Vehicle কেনার পরিকল্পনা করেছেন। এক্ষেত্রে কোন গাড়ি উপযুক্ত তাই নিয়ে নানান বিভ্রান্তি রয়েছে। বাজেট থেকে শুরু করে ফিচারস নিয়ে নানান অপশন রয়েছে, আর সেখানে থাকছে নানান অপশন। আজ আমরা এই গাড়িগুলোর মধ্যে সেরা চার বাজেট বান্ধব বৈদ্যুতিক গাড়ি (Best Budget EV) সম্পর্কে বলতে চলেছি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Tata Tiago EV Best Budget EV : বাজেটের মধ্যে সেরা এই চার EV, কম দামেই মিলবে লম্বা মাইলেজ
Tata Tiago EV দুইটি ব্যাটারি অপশনের সাথে আসে। এখানে আপনি নিজের পছন্দমত 19.2 kWh এবং 24 kWh এর অপশন পেয়ে যাবেন। এন্ট্রি-লেভেল Tiago-এর আউটপুট হল 60.3bhp এবং 110Nm। টপ মডেলটি মোট 74bhp এবং 114Nm টর্ক উৎপন্ন করে। 19.2 kWh ভেরিয়েন্টের রেঞ্জ 250 কিমি এবং 24kWh ভেরিয়েন্টটি 350 কিমি পর্যন্ত ছুটতে সক্ষম। Tiago EV এর এক্স শোরুম দাম রয়েছে 8.69 লক্ষ টাকা থেকে 12.04 লক্ষ টাকা পর্যন্ত।

MG Comet Best Budget EV : বাজেটের মধ্যে সেরা এই চার EV, কম দামেই মিলবে লম্বা মাইলেজ
এমজি মোটর গত বছরের শুরুতে কমপ্যাক্ট তিন-দরজা Comet EV লঞ্চ করে। ZS EV-এর পরে, এটি কোম্পানির পোর্টফোলিওতে দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি। Comet EV তে 17.3 kWh ব্যাটারি প্যাক রয়েছে এবং সেটির আউটপুট 42bhp শক্তি এবং 110Nm টর্ক। একবার চার্জে গাড়িটি 230 কিমি ছুটতে সক্ষম। MG Comet এর এক্স শোরুম দাম দাম 7.98 লক্ষ থেকে 9.98 লক্ষ টাকা।

Citroen eC3 Best Budget EV
বাজেট রেঞ্জে Citroen eC3 একটি দুর্দান্ত EV। এই গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 11.61 লক্ষ টাকা থেকে 12.49 লক্ষ টাকা। eC3 76bhp শক্তি এবং 143Nm টর্ক সরবরাহ করে। গাড়িকে শক্তি জোগানোর জন্য রয়েছে 29.2 kW ব্যাটারি প্যাক। eC3 গাড়িটির সর্বোচ্চ গতি 107 kmph এবং মাত্র 6.8 সেকেন্ডে 0-60 kmph গতিতে ছুটতে সক্ষম। গাড়িটি 10-100 শতাংশ চার্জ হতে সময় নেয় 10 ঘন্টা 30 মিনিট, কিন্তু DC ফাস্ট চার্জারের সাহায্যে মাত্র 57 মিনিটেই 10-80 শতাংশ চার্জ হয়ে যায়। উল্লেখ্য Citroen eC3 গাড়িটির রেঞ্জ রয়েছে 320 কিলোমিটার।

Mahindra XUV400 EV Best Budget EV : বাজেটের মধ্যে সেরা এই চার EV, কম দামেই মিলবে লম্বা মাইলেজ
মাহিন্দ্রার তরফে লঞ্চ করা XUV 400 একটি সেরা অপশন। SUV সেগমেন্টে আসার কারণে বেশ বড়সড় গাড়ি এটি। সেইসাথে গাড়িটির দামও একটু বেশি। XUV 400 EV গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 15.49 লক্ষ টাকা থেকে এবং টপ মডেলের দাম 19.39 লক্ষ টাকা। গাড়িতে উপস্থিত ব্যাটারির ক্ষমতা 39.4 kWh, আর এটি মোট 375 থেকে 456 কিমি ড্রাইভিং রেঞ্জ দেয়।

About Author