Read In
Whatsapp
Car News

ভারত ছাড়াও আমেরিকা-আফ্রিকাতে ব্যাপক চাহিদা Maruti-র এই গাড়ির, চমকে দেবে দাম ও ফিচার্স

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে মারুতি সুজুকি Fronx। গত এপ্রিল মাসেই গাড়িটি এসেছে ভারতের বাজারে। নতুন আকর্ষণীয় ডিজাইন এবং বিলাসবহুল গাড়িটির দাম এবং মাইলেজ মধ্যবিত্তের ধরাছোঁয়ার মধ্যে থাকায় সেটির চাহিদাও বেড়েছে। দামের সাপেক্ষে দারুণ গুণমান থাকায় ভারতের বাজারে তো বটেই, বিদেশেও বেশ সফল Fronx।

source : gaadiwaadi.com

বিলাসবহুল গাড়িই বলা চলে Fronx কে, কিন্তু দাম রয়েছে সাধ্যের মধ্যেই। লঞ্চ হওয়ার পর থেকেই গাড়িটির উচ্চ চাহিদা বাজারে বেশ হাইপ তৈরি করেছে। আর একইসাথে বিদেশেও দেদার বিক্রি হতে থাকায় গাড়িটির রপ্তানির পরিমাণ বেড়েছে অনেকখানি। আর এজন্য রেকর্ড বিক্রি হয়েছে গাড়িটির।

Fronx এ রয়েছে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন যা ৯০bhp শক্তি এবং ১১৩ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। Maruti এই গাড়িতে ১.০ লিটার সিলিন্ডারের টার্বো বুস্টার জেট পেট্রোল ইঞ্জিনও অফার করে, যা ১০০ bhp শক্তি এবং ১৪৭.৬ Nm টর্ক উৎপন্ন করে।

গাড়িটির Knex ওয়েভ গ্রিল এবং ক্রিস্টাল ব্লক LEDs রয়েছে যা Tata Nexon, Hyundai Venue, KIA Sonet এবং Nissan Magnite-এর মত গাড়ির সাথে প্রতিযোগিতায় সাহায্য করবে আপনাকে। সম্পূর্ন LED লাইট সহ নেক্স ওয়েভ গ্রিল এবং ক্রিস্টাল ব্লক এলইডি ডিআরএল লুক আরো বাড়িতে দেয়।

source : team bhp

উল্লেখ্য যে, লঞ্চের এক মাসের মধ্যেই দেশের বাজারে ৯,৬৮৩ ইউনিট গাড়ি বিক্রি করেছে মারুতি। আবার একই সময়ে মোট ৫৫৬ ইউনিট গাড়ি রপ্তানি হয়েছে বিদেশে। গাড়িটির বিরাট চাহিদা এসেছে লাতিন আমেরিকা এবং আফ্রিকা থেকে।

Maruti Suzuki Fronx-এ ডিজাইনার অ্যালয় হুইল সমেত আসে যার দৈর্ঘ্য ৩৯৯৫ মিমি, উচ্চতা ১৫৫০ মিমি এবং প্রস্থ ১৭৬৫ মিমি। ৬ গতির স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে লঞ্চ হয়েছে সেটি। গাড়ির ৩৭ লিটার ফুয়েল ট্যাংক আপনাকে লং রুটে চলতে সাহায্য করবে। এছাড়া মাইলেজ পাবেন ২২.৮৯ কিমির। হ্যাচব্যাক ক্যাটাগরির গাড়িটি ভারতে লঞ্চ হয়েছে ৭.৪৬ লক্ষ টাকায়।

Back to top button