TRENDS
Advertisement

Alto অথবা WagonR নয়, এটাই ভারতের সবথেকে বেশি মাইলেজ দেওয়া গাড়ি! জানুন এখনি

ভারতে গাড়ির বাজারে বরাবরই নিজেদের আধিপত্য বজায় রেখেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। যদিও বর্তমান সময় গাড়ির বাজারের মধ্যে যদি শুধু EV ধরা হয় তাহলে টাটা মোটরস (Tata motors) থাকবে পয়লা…

Published By: Writer Desk | Published On:

ভারতে গাড়ির বাজারে বরাবরই নিজেদের আধিপত্য বজায় রেখেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। যদিও বর্তমান সময় গাড়ির বাজারের মধ্যে যদি শুধু EV ধরা হয় তাহলে টাটা মোটরস (Tata motors) থাকবে পয়লা নম্বর স্থানে। কিন্তু সব মিলিয়ে এখনো ভারতীয় গাড়ির বাজারের ৫০% এরও বেশি স্থান ধরে রেখেছে মারুতি সুজুকি। সস্তায় ভালো গুণমান হওয়ার কারণেই সুজুকির গাড়িগুলো এত বেশি বিক্রি হয় দেশজুড়ে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে সদ্যই মারুতি সুজুকি তাদের সিএনজি (CNG) গাড়ির নতুন লাইন আপ নিয়ে আসছে। মারুতির অল্টো, ওয়াগনার থেকে শুরু করে গ্র্যান্ড ভিটারা, সমস্ত গাড়িতেই পাওয়া যাচ্ছে ফ্যাক্টরি ফিটেড সিএনজি কিট। কিন্তু জানেন কি কোন গাড়ি সবচেয়ে বেশি মাইলেজ দেয়?

ভারতের বাজারে Alto অথবা WagnoR বহু বেশি বিক্রি হলেও Maruti Suzuki কোম্পানির সেলেরিও গাড়িটির CNG ভার্সন সবথেকে বেশি মাইলেজ দেয়। গাড়িটি প্রায় 35.60 kmpl এর মাইলেজ দেয়। যা কিনা ইন্ডাস্ট্রির মধ্যে সর্বোচ্চ। সেখানে Alto এবং Wagonr এর CNG ভার্সনের মাইলেজ যথাক্রমে 31.59 Kmpl এবং 32.52 Kmpl।

কত দাম গাড়িটির : মারুতি সুজুকি সেলেরিও’র CNG ভার্সনের দাম শুরু হচ্ছে 6.74 লাখ টাকা থেকে। পেট্রোল ভেরিয়েন্টের দাম অবশ্য অনেকটাই কম। সেটি 5.37 লক্ষ টাকা থেকে শুরু হয়। গাড়িটির টপ ভেরিয়েনটের দাম রয়েছে 7.14 লক্ষ টাকা! উল্লেখ্য যে, পেট্রোল ভেরিয়েন্টটি 25 Kmpl মাইলেজ দেয়।

About Author