ভারতীয় বাজারের জন্য নতুন MPV এনেছে Toyota। 7 আসনের সেগমেন্টে সেরা Rumion (Toyota Rumion)। নতুন MPV লঞ্চ করার পর থেকে বেশ প্রশংসা পেয়েছে Toyota। উন্নত প্রযুক্তির সাথে প্রিমিয়াম ফিচারসের কারণে Toyota এর গাড়িটি গ্রাহকদের মধ্যে বিশেষভাবে সমাদৃত হচ্ছে।
Rumion কম বাজেটে এমন স্পেসিফিকেশন দেয় যা অনেক দামী গাড়িতে পাওয়া যায়। হাই এন্ড ফিচারস থাকলেও সেটির দাম রয়েছে বাজেটের মধ্যেই। চলুন তাহলে গাড়িটির বিশেষ ফিচারসের দিকে নজর বুলিয়ে নেওয়া যাক।
টয়োটা রুমিওনের ফিচারস
1) অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্ট সহ 7.0-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
2) 6-স্পীকার অডিও সিস্টেম
3) উচ্চতা-সামঞ্জস্যযোগ্য ড্রাইভার সিট
4) অটোম্যাটিক এসি
5) স্টার্ট/স্টপ বোতাম
6) স্ট্যান্ডার্ড সেফটি ফিচারের মধ্যে রয়েছে ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, হিল হোল্ড অ্যাসিস্ট, আইসোফিক্স অ্যাঙ্করেজ, অটোম্যাটিক হেডল্যাম্প, ক্রুজ কন্ট্রোল, এয়ারব্যাগ, লেদার-কাভার স্টিয়ারিং হুইল এবং রিয়ার পার্কিং সেন্সর।
শক্তিশালী ইঞ্জিন সহ দারুণ মাইলেজ রয়েছে নতুন Rumion গাড়িতে। এই Rumion কে শক্তি যোগাচ্ছে একটি 1.5-লিটার পেট্রোল ইঞ্জিন। ইঞ্জিনটি মোট 103 bhp শক্তি এবং 137 Nm টর্ক জেনারেট করে। পাঁচ-গতির ম্যানুয়াল বা চার-গতির স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সাথে আসে গাড়িটি। কোম্পানির দাবি, Rumion সিএনজিতে 26.11 km/kg এবং পেট্রলে 20.51 kmpl এবং মাইলেজ রয়েছে।
দাম : Toyota Rumion এর দাম বেশ যুক্তিসঙ্গত। গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 10.29 লক্ষ টাকা থেকে। টপ মডেলের দাম রয়েছে 13.68 লক্ষ টাকা।