এলন মাস্কের সংস্থা টেসলা ইতিমধ্যেই বিশ্বের নামী গাড়ি নির্মাতা সংস্থার তালিকায় চলে এসেছে। বৈদ্যুতিক গাড়ির বাজারে একপ্রকার বিপ্লব ঘটিয়েছে Tesla। খবর আসছে ভারতের বাজারেও শীঘ্রই আসতে চলেছে তারা। এদিকে সুদূর মার্কিন মুলুকে লম্বা লাইন পড়েছে টেসলার পিক আপ ট্রাকের জন্য। চাহিদা এতটাই বেশি যে, টেসলার পিকআপ ট্রাকের জন্য অপেক্ষার সময় পেরিয়েছে 5 বছর!
2019 সালেই বিশ্বের সামনে প্রথম আসে এই ট্রাকটি। বিদ্যুত চালিত পিক আপ ট্রাকের উৎপাদন শুরু হয়নি তখনো। খবর অনুযায়ী চলতি মাসের শুরুতে উৎপাদন শুরু হয়েছে সেটির। নির্ধারিত সময়ের থেকে এক্কেবারে 2 বছর পর শুরু হয়েছে ট্রাকটির উৎপাদন। এদিকে বুকিং শুরু হতেই ঝড় বয়ে যায়, জেনে অবাক হবেন যে এই গাড়িটির চাহিদার সাপেক্ষে যোগান একেবারেই কম। সেজন্যই অপেক্ষার সময় পেরিয়েছে 5 বছর।
বুকিং শুরু হওয়ার পর মোট 19 লক্ষেরও বেশি বুকিং পড়েছে গাড়িটির। আর এত লম্বা বুকিং পিরিয়ড দেখে মুখ খুলতে বাধ্য হয়েছে টেসলা সিইও এলন মাস্ক। তিনি জানান যে, EV টির জন্য মোট বুকিং পড়েছে 19 লক্ষেরও বেশি অথচ বছরে মাত্র 3.75 লক্ষ ইউনিটই তৈরি হয় সেখানে। তাই সাইবারট্রাক পেতে 5 বছর অপেক্ষা করতে হবে গ্রাহকদের।
টেসলা সাইবারট্রাক তৈরি হচ্ছে টেক্সাসের গিগা ফ্যাক্টরিতে। চাহিদা বাড়ার কারনে টেসলা আপাতত মেক্সিকোতে গিগা ফ্যাক্টরি স্থাপন করার কথা ভাবছে। যা শুরু হলে উৎপাদন ক্ষমতা বাড়বে বহুখানি। আগামী 2024 সালে উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে তারা। আর এত চাহিদার কারণে টেসলা কেবলমাত্র আমেরিকার বাজারেই সাইবার ট্র্যাক বিক্রির পরিকল্পনা করেছে।
আগামী সময়ে টেসলা অন্যান্য বাজারেও নিজেদের ছড়িয়ে দিতে পারে। এছাড়া এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপিয়ান বাজারেও ট্রাকটির প্রি-অর্ডার শুরু করতে পারে সংস্থাটি। তবে আমেরিকাতে দেদার বিক্রি হলেও বিদেশে সেটির কেমন বিক্রি হয় তাই দেখার। বিশেষ করে গাড়িটির যা ওজন তাতে সেটি বাণিজ্যিক ট্রাকের ক্যাটেগরিতে আসায় সাইবারট্রাকের বিক্রির জন্য তা বিপজ্জনক হতে পারে।