Read In
Whatsapp
Electric Vehical

Ather 450 Apex : মাত্র 1.89 লাখে ফ্লাগশিপ স্কুটার লঞ্চ করল Ather, ফিচারস দেখলে অবাক হতে বাধ্য আপনি

গত কিছু সময়ের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হয়েছে বেশ কিছু দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার। বাজাজ নিয়ে এসেছে তাদের নতুন Chetak Urbane এবং Premium। ফিচারসে ঠাসা রয়েছে বাজাজের দুই স্কুটারই। এবার সেই তালিকায় নাম লেখা Ather Energy। Ather এর তরফে সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন Ather 450 Apex। কোম্পানির ফ্লাগশিপ স্কুটার হতে চলেছে এটি। Ather 450 Apex

নতুন Ather 450 Apex টক্কর নেবে Ola S1 Pro 2nd Gen, Bajaj Chetak Premium, TVS iQube ইত্যাদি স্কুটারের সাথে। নয়া ইলেকট্রনিক স্কুটারের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.89 লক্ষ টাকা থেকে। উল্লেখ্য যে, গত ডিসেম্বর মাস থেকে 2500 টাকার টোকেন মানির বিনিময়ে অগ্রিম বুকিং শুরু হয়েছে। আগামী মার্চ মাস থেকে 450 Apex এর ডেলিভারি শুরু হবে। Ather 450 Apex

Ather 450 Apex ফিচারস
Ather 450X স্কুটারে রয়েছে একগুচ্ছ ফিচারস। স্কুটারটিকে শক্তি জোগাবে 7.0 kW/26 Nm মোটর, এই মোটরের সাহায্যে সর্বোচ্চ 100 kmph গতিতে স্কুটারটি ছুটতে পারে। এছাড়া মাত্র 2.9 সেকেন্ডের মধ্যেই 40kmph গতি উৎপন্ন করতে সক্ষম। নতুন স্কুটারে মোট 3.7 kwh এর ব্যাটারি প্যাক রয়েছে।

Ather 450 Apex

Ather 450X এবং Ather 450 Apex দুই স্কুটারে একই 3.7 kWh ব্যাটারি থাকবে। যদিও নতুন স্কুটারে মাইলেজ কিছু অধিক পাওয়া যাবে। সিঙ্গল চার্জে Apex মোট 157 কিমি ছুটতে সক্ষম। রয়েছে পাঁচটি রাইডিং মোড। নতুন Apex স্কুটারে 60,000 কিমি অথবা 5 বছরের ব্যাটারি ওয়ারেন্টির সুবিধা মিলবে।

Back to top button