Read In
Whatsapp
Car News

Maruti Suzuki WagonR : বাজেট নয়, মানুষের মন মজেছে দামী গাড়িতে! মারুতির বিক্রি কমে গেল এতখানি

শেষ হয়েছে 2023। আর গত বছরের শেষের দিকে বাজারে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে গাড়ির বাজারে বেশ অন্যরকম মোড় এসেছে। সাধারণত বাজেট গাড়িই বেশি বিক্রী হয়, আর তেমনটাই হয়ে এসেছে। কিন্তু মার্কেট ট্রেন্ড জানাচ্ছে যে, এর উল্টোটাই দেখা গিয়েছে গত মাসে। Maruti Suzuki WagonR

মারুতি সুজুকির WagonR বহু সময় ধরেই শীর্ষ বিক্রি হওয়া 10 গাড়ির তালিকায় রয়েছে। কিন্তু গত মাসে গাড়িটি সেই স্থানে আসতে পারেনি এবং বিক্রিও কমেছে ব্যপকহারে। 2023 সালের সারা বছরে WagonR বিক্রির তালিকায় শীর্ষে বা দ্বিতীয় স্থানে থাকলেও ডিসেম্বরে এসে বাজারে পরিবর্তন দেখা যায়।

উল্লেখ্য যে, গত বছরের ডিসেম্বর মাসে মোট 8,578 ইউনিট WagonR বিক্রি হয়েছে। আর তারফলে শীর্ষস্থান তো দূর, চতুর্দশ স্থানে নেমে গিয়েছে গাড়িটি। বিক্রির এমন উলটপুরাণের ফলে বার্ষিক বিক্রি কমে গিয়েছে 16%। এখন দেখার গত বছরের শেষ মাসের মতো নতুন বছরেও একই ট্রেন্ড বজায় থাকে কিনা।

WagonR এর ফিচারস
উল্লেখ্য যে, WagonR গাড়িতে একটি 7-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, 4-স্পীকার মিউজিক সিস্টেম, স্টিয়ারিং-মাউন্ট অডিও কন্ট্রোল এবং স্মার্টফোন নেভিগেশনের মতো বৈশিষ্ট্যে রয়েছে। নিরাপত্তার জন্য WagonR গাড়িতে রয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD সহ ABS, রিয়ার পার্কিং সেন্সর এবং হিল-হোল্ডের মতো ফিচারস। গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 5.54 লক্ষ টাকা থেকে 7.42 লক্ষ টাকা।

Back to top button