TRENDS
Advertisement

দেশের বাজারে ঝড় তুলতে আসছে Honda Monkey 125, থাকছে ৭০ কিমি মাইলেজ সহ অত্যাধুনিক ফিচার্স

Honda মোটরসের 125 সিসি বাইকটি জাপান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশ জনপ্রিয়। সম্প্রতি আবার থাইল্যান্ডে গাড়িটির একটি নতুন লাইটনিং ভার্সন শুরু করেছে তারা। সেখানে প্রথম দেখাতেই একগুচ্ছ আপগ্রেড দেখতে পাবেন…

Published By: Ritwik | Published On:

Honda মোটরসের 125 সিসি বাইকটি জাপান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশ জনপ্রিয়। সম্প্রতি আবার থাইল্যান্ডে গাড়িটির একটি নতুন লাইটনিং ভার্সন শুরু করেছে তারা। সেখানে প্রথম দেখাতেই একগুচ্ছ আপগ্রেড দেখতে পাবেন আপনি। একগুচ্ছ নতুন ফিচারস থাকছে গাড়িতে। প্রিমিয়াম সেগমেন্টের বাইকটি নয়া অবতারে এসেছে ভারতের বাজারে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
দেশের বাজারে ঝড় তুলতে আসছে Honda Monkey 125, থাকছে ৭০ কিমি মাইলেজ সহ অত্যাধুনিক ফিচার্স
source : rushlane

সম্প্রতি Honda Monkey-এর Lightning ভার্সন লঞ্চ করেছে সংস্থাটি। থাইল্যান্ডে গাড়িটি লঞ্চ হয়েছে 108,900 THB দামে। ভারতীয় মুদ্রায় সেটি দাঁড়ায় 2.62 লক্ষ টাকা। এছাড়া গাড়িটির স্ট্যান্ডার্ড মাঙ্কি ভেরিয়েন্টের দাম 99,700 THB (ভারতীয় মুদ্রায় সেই অংক দাঁড়ায় 2.38 লক্ষ টাকায়)। হলুদ রঙের সাথে বাইকটি আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠেছে।দেশের বাজারে ঝড় তুলতে আসছে Honda Monkey 125, থাকছে ৭০ কিমি মাইলেজ সহ অত্যাধুনিক ফিচার্স

নতুন রং এবং ডিজাইনে বাইকটির আকর্ষণ অনেকখানি বেড়েছে। বাইকের ইউএসডি ফর্ক থেকে শুরু করে ফুয়েল ট্যাঙ্ক, সাইড প্যানেল, সুইংআর্ম এবং টুইন রিয়ার শক অ্যাবজরবার, সমস্ত জায়গাতেই হলুদ শেড লাগানো রয়েছে। তার সাথে সামনে এবং পিছনের ফেন্ডার, হেডল্যাম্প, ইন্সট্রুমেন্ট কনসোল, ব্রেক এবং ক্লাচ লিভার, টার্ন ইন্ডিকেটর এবং পিছনের টেল ল্যাম্প সমস্ত ক্ষেত্রেই ক্রোম রঙের ব্যবহার Honda Monkey-এর Lightning ভার্সনটিকে আরো স্মার্ট করে তুলেছে।

দেশের বাজারে ঝড় তুলতে আসছে Honda Monkey 125, থাকছে ৭০ কিমি মাইলেজ সহ অত্যাধুনিক ফিচার্সযদিও হার্ডওয়্যারে কোনো পরিবর্তন আসেনি। Honda Monkey Lightning সংস্করণটি অন্যান্য ভেরিয়েন্টের মতোই একটি 125cc ইঞ্জিনের সাথে আসে। বাইকটি মোট 9.2 bhp শক্তি এবং 11 Nm পিক টর্ক জেনারেট করে। তবে আগে বাইকে একটি 4 স্পিড গিয়ারবক্স থাকলেও নতুন ভার্সনে 5-স্পীড গিয়ারবক্স রয়েছে। বাইকটির মাইলেজও কিন্তু দারুণ। আপনি সেখানে 70.5 kmpl এর মাইলেজ পেয়ে যাচ্ছেন।

দেশের বাজারে ঝড় তুলতে আসছে Honda Monkey 125, থাকছে ৭০ কিমি মাইলেজ সহ অত্যাধুনিক ফিচার্সসুরক্ষার জন্য Honda Monkey এর উভয় প্রান্তেই রয়েছে ডিস্ক ব্রেক। তবে বাইকটি সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে আসে। গাড়িতে উপস্থিত 5.6 লিটারের জ্বালানী ট্যাঙ্ক যাতায়াতের জন্য পর্যাপ্ত বলে মনে করছেন অনেকে। অফ রোডিং ক্যাপাসিটিও রয়েছে হোন্ডা মাংকির। উল্লেখ্য, বাইকটি ভারতের বাজারে আনতে পারে হোন্ডা। যদিও সেটি এক্ষুনি আসবে বলে মনে হচ্ছেনা।

About Author