TRENDS
Advertisement

Electric Scooter : ড্রাইভিং লাইসেন্স না থাকলেও বিন্দাস চালাতে পারেন এই তিন ই-স্কুটার, দেখে নিন তালিকা

সম্প্রতি কেন্দ্র সরকার মোটর যান আইনে বড় পরিবর্তন করেছে। উপযুক্ত লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে দিতে হবে 50,000 টাকা জরিমানা। নতুন নিয়ম লাগু হওয়ার পর থেকে বড় ধাক্কা…

Published By: Ritwik | Published On:

সম্প্রতি কেন্দ্র সরকার মোটর যান আইনে বড় পরিবর্তন করেছে। উপযুক্ত লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে দিতে হবে 50,000 টাকা জরিমানা। নতুন নিয়ম লাগু হওয়ার পর থেকে বড় ধাক্কা খেয়েছেন লাইসেন্স বিহীন গ্রাহকরা। কিন্তু আর চিন্তা নেই, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এমন কয়েকটি দুই চাকা (Electric Scooter) যা চালানোর জন্য দরকার নেই লাইসেন্সের (Driving license less E-Scooter)। electric scooter charging

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

লাইসেন্স বিহীন অবস্থায় যদি ট্রাফিক পুলিশ আপনাকে ধরে তবে আপনার চালান জারি করা হবে। মানুষের এই সমস্যার কথা মাথায় রেখে আমরা আপনাদের জন্য এমন কিছু ইলেকট্রিক স্কুটারের তালিকা নিয়ে এসেছি যেগুলো চালাতে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে বা আপনি ট্রাফিক পুলিশের ঝামেলায় পড়তে না চান, তাহলে এই ইলেকট্রিক স্কুটারটি আপনার জন্য বেশ উপকারী হতে পারে।

Komaki

Electric Scooter
সর্বোচ্চ গতি: প্রতি ঘন্টায় 25 কিলোমিটার
রেঞ্জ: একবার চার্জে 65 কিলোমিটার
দাম: 56,890 টাকা

Okinawa Light

Electric Scooter : ড্রাইভিং লাইসেন্স না থাকলেও বিন্দাস চালাতে পারেন এই তিন ই-স্কুটার, দেখে নিন তালিকা

সর্বোচ্চ গতি: প্রতি ঘন্টায় 25 কিলোমিটার
মোটর: 250watt
চার্জ করার সময়: 5 থেকে 6 ঘন্টা
রেঞ্জ: একক চার্জে 60 কিলোমিটার
দাম: 66,993 টাকা

Hero Electric Optima LX Electric Scooter : ড্রাইভিং লাইসেন্স না থাকলেও বিন্দাস চালাতে পারেন এই তিন ই-স্কুটার, দেখে নিন তালিকা

দাম: 51,440 টাকা
ব্যাটারি: 48V-2Ah লেড অ্যাসিড
রেঞ্জ: 60 কিমি পর্যন্ত
সর্বোচ্চ গতি: প্রতি ঘন্টায় 25 কিলোমিটার

নতুন মোটরযান আইন অনুযায়ী, ইলেকট্রিক স্কুটার চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না। কিন্তু এই নিয়ম লাগু কেবলমাত্র সেইসমস্ত ইলেকট্রিক স্কুটারের জন্য যাদের গতি ঘণ্টায় 25 কিলোমিটার বা তার কম। তবে শুধু ড্রাইভিং লাইসেন্সই নয়, এমন বৈদ্যুতিক স্কুটারগুলির RTO রেজিস্টার করারও প্রয়োজন নেই।

About Author