TRENDS
Advertisement

লঞ্চ হয়ে গেল নতুন Kawasaki Eliminator 500, একই বাজেটে পেয়ে যাবেন দুর্দান্ত এই 6টি অপশন

Cruiser Bike সেগমেন্টে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে নতুন Kawasaki Eliminator 500। দারুণ ফিচারস এবং শক্তিশালী ইঞ্জিন সমেত বাইকটির এক্স শোরুম দাম 5.62 লক্ষ টাকা। Kawasaki Eliminator 500 বাইককে শক্তি যোগাচ্ছে…

Published By: Ritwik | Published On:

Cruiser Bike সেগমেন্টে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে নতুন Kawasaki Eliminator 500। দারুণ ফিচারস এবং শক্তিশালী ইঞ্জিন সমেত বাইকটির এক্স শোরুম দাম 5.62 লক্ষ টাকা। Kawasaki Eliminator 500 বাইককে শক্তি যোগাচ্ছে একটি 451 সিসির ইঞ্জিন। বাইকপ্রেমীদের কাছে একটি দূর্দান্ত অপশন এই বাইক। তবে আপনি যদি এই একই বাজেটে অন্য বাইক কিনতে চান তাহলে কী কী অপশন রয়েছে তাই আজ জানাবো আমরা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Yamaha R3 লঞ্চ হয়ে গেল নতুন Kawasaki Eliminator 500, একই বাজেটে পেয়ে যাবেন দুর্দান্ত এই 6টি অপশন
আরেক জাপানি অটোমেকারের স্পোর্টস মোটরবাইক Yamaha R3। এই বাইকের প্রারম্ভিক দাম 4.65 লাখ টাকা। সম্প্রতি লঞ্চ হয়েছে R3। বাইকটিকে শক্তি যোগাচ্ছে একটি 321 সিসির 2-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন। 6-স্পীড গিয়ারবক্সের সাথে উপলব্ধ এটি।

Benelli Leoncino 500 লঞ্চ হয়ে গেল নতুন Kawasaki Eliminator 500, একই বাজেটে পেয়ে যাবেন দুর্দান্ত এই 6টি অপশন
নতুন Benelli Leoncino 500 বাইকটিতে রয়েছে 500 cc-র লিকুইড কুল প্যারালাল-টুইন ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ 46 bhp শক্তি এবং 46 Nm পিক টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটি যুক্ত রয়েছে একটি 6-স্পীড গিয়ারবক্সের সাথে। Benelli Leoncino 500
বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে প্রারম্ভিক মূল্য 4.59 লক্ষ টাকা থেকে।

Yamaha MT-03 লঞ্চ হয়ে গেল নতুন Kawasaki Eliminator 500, একই বাজেটে পেয়ে যাবেন দুর্দান্ত এই 6টি অপশন
ইয়ামাহা MT-03 হল একটি ন্যাকেড স্পোর্ট মোটরসাইকেল। কাওয়াসাকি এলিমিনেটর 500 এর বাজেটের মধ্যেই রয়েছে MT-03। Yamaha R3 এর মতো একই ইঞ্জিন এবং ফিচারস রয়েছে এই বাইকে। MT-03 বাইকের এক্স শোরুম দাম পড়বে 4.60 লক্ষ টাকা।

Kawasaki Ninja 400 bike
Kawasaki-র বাইক যদি কিনতেই হয় এবং এক্ষেত্রে আপনার ক্রুজার বাইকের বদলে স্পোর্টস বাইক বেশি পছন্দের তাহলে দারুণ অপশন হতে পারে Ninja 400। এই মোটরসাইকেলের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 5.24 লক্ষ টাকা থেকে। Ninja 400 বাইকে রয়েছে 399 সিসি প্যারালাল টুইন, লিকুইড-কুলড ইঞ্জিন।

Aprilia RS 457 লঞ্চ হয়ে গেল নতুন Kawasaki Eliminator 500, একই বাজেটে পেয়ে যাবেন দুর্দান্ত এই 6টি অপশন
সদ্যই লঞ্চ হয়েছে Aprilia র নতুন বাইক। কিছুটা হলেও বাজারে পরিবর্তন এসেছে RS 457 আসার পর। নতুন RS 457 বাইকের এক্স শোরুম দাম 4.1 লক্ষ টাকা। Aprilia বাইকে রয়েছে 457 cc, লিকুইড-কুলড, টুইন-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 47bhp শক্তি উৎপন্ন করে।

About Author