TRENDS
Advertisement

বিক্রির নিরিখে ভারতসেরা! সবাইকে পিছিয়ে এগিয়ে গেল মারুতির এই গাড়ি

সবার চোখে ধুলো দিয়ে এগিয়ে গেল মারুতি, বিক্রির নিরিখে ভারতসেরা এই গাড়ি

Published By: Ritwik | Published On:

২০২৩ সালে যে গাড়িটি সবার চোখে ধুলো দিয়ে বিক্রির তালিকা শীর্ষ স্থানে উঠে এসেছে তা হল মারুতি সুজুকির গাড়িগুলো। SUV এর দুনিয়ায় রীতিমত রেকর্ড গড়েছে কোম্পানি। সূত্র থেকে জানা যাচ্ছে, ডিসেম্বর, ২০২৩ এ মোট ১,৩৭,৫৫১ ইউনিট গাড়ি বিক্রি করেছে সংস্থাটি। যার মধ্যে দেশীয় বাজারে বিক্রি হয়েছে ১,০৬,৪৯২ ইউনিট এবং ৪,১৭৫ ইউনিট বিক্রি হয়েছে অন্যান্য OEM-এ এবং ২৬,৮৮৪ ইউনিট হয়েছে রপ্তানি। দেশের বৃহত্তম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ২০২৩ সালে বার্ষিক ২ মিলিয়ন ইউনিট বিক্রির মাইলফলক অতিক্রম করেছে। বিক্রির নিরিখে ভারতসেরা! সবাইকে পিছিয়ে এগিয়ে গেল মারুতির এই গাড়ি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

এদিকে অল্টো এবং প্রেসোর কথা বললে, ২০২৩ সালের ডিসেম্বরে মাত্র ২,৫৫৭ ইউনিট বিক্রি হয়েছে। যেখানে বেলেনো, সেলেরিও, ডিজায়ার, ইগনিস, সুইফ্ট, ট্যুর এস এবং ওয়াগনআর এর মত গাড়িগুলি মোট ৪৫,৭৪১ ইউনিট বিক্রি হয়েছে। Maruti Suzuki Ciaz midsize sedan গত মাসে মাত্র ৪৮৯ ইউনিট বিক্রি হয়েছে। যা কিনা গত বছরের তুলনায় অনেকটাই কম।

২০২৩ সালে মোট ১০,৯৯৫ ইউনিট Ciaz বিক্রি করেছে সংস্থাটি। সেই তুলনায় মারুতি বাকি মডেলগুলি এখন অনেকটাই লাভজনক জায়গায় রয়েছে। সংস্থাটির Brezza, Ertiga, Fronx, Grand Vitara, Invicto, Jimny, S-Cross এবং XL6 এর মত গাড়ি গুলির ভালো ডিমান্ড রয়েছে বাজারে‌।

বিক্রির নিরিখে ভারতসেরা! সবাইকে পিছিয়ে এগিয়ে গেল মারুতির এই গাড়ি

Maruti Suzuki Grand Vitara লঞ্চ হয়েছিল ২০২২ সালে। তারপর থেকেই গ্রাহক চাহিদার তালিকায় একদম প্রথম দিকেই জায়গা করে রয়েছে গাড়িটি। এই একই বছর লঞ্চ হয়েছে Brezza। তারপর থেকেই মারুতির স্টার ক্যাম্পেইনার হয়ে রয়েছে এই দুই গাড়ি। সেই সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করেছে Fronx। বিক্রির নিরিখে এই গাড়িও কম কিছু যায়না। গত বছর Brezza, Ertiga, Fronx, Grand Vitara, Invicto, Jimny, S-Cross এবং XL6 এর মোট বিক্রয়মূল্য প্রায় ৪৫,৯৫৭ ইউনিট। যেখানে ২০২২ সালের একই মাসে এই বিক্রির পরিসংখ্যান ছিল ৩৩,০০৮ ইউনিট।

About Author