TRENDS
Advertisement

Pulsar NS 200 এর দামে কিনতে পারেন এই 4 দূর্দান্ত শক্তিশালী বাইক

Bajaj Pulsar NS 200 ভারতের সর্বাধিক বিক্রি হওয়া স্পোর্টস বাইকগুলোর মধ্যে একটি। দারুণ লুক যেমন রয়েছে তেমনই বাইকটি বেশ শক্তিশালী। বাইককে শক্তি যোগাচ্ছে 199.5 সিসির ওয়ান সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন…

Published By: Ritwik | Published On:

Bajaj Pulsar NS 200 ভারতের সর্বাধিক বিক্রি হওয়া স্পোর্টস বাইকগুলোর মধ্যে একটি। দারুণ লুক যেমন রয়েছে তেমনই বাইকটি বেশ শক্তিশালী। বাইককে শক্তি যোগাচ্ছে 199.5 সিসির ওয়ান সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 24.13 bhp শক্তি এবং 18.74 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 1 লক্ষ 49 হাজার টাকা দামের সাথে কিনতে পারেন বাইকটি। Pulsar NS 200

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আপনাদের জানিয়ে রাখি যে, এই দামে আরো পাঁচটি দারুণ বাইক কিনতে পারেন আপনি। কি সেগুলো দেখে নিন নীচে

TVS Apache RTR 200 4V Pulsar NS 200 এর দামে কিনতে পারেন এই 4 দূর্দান্ত শক্তিশালী বাইক

TVS Apache RTR 200 4V একটি দারুণ স্পোর্টস বাইক। বাইকে রয়েছে 197.75 সিসি এর ওয়ান সিলিন্ডার ইঞ্জিন যা 20.54 bhp শক্তি এবং 17.5 Nm টর্ক উৎপন্ন করে। বাইকটির এক্স শোরুম দাম 1,46,820 টাকা।

Honda Hornet 2.0 Pulsar NS 200 এর দামে কিনতে পারেন এই 4 দূর্দান্ত শক্তিশালী বাইক
Honda Hornet 2.0 এই সেগমেন্টের সবচেয়ে নির্ভরযোগ্য বাইকগুলির মধ্যে একটি। বাইকটিকে শক্তি যোগাচ্ছে 184.4cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 17.03 bhp শক্তি এবং 15.9 Nm টর্ক উৎপন্ন করে৷ বাইকটির এক্স শোরুম দাম রয়েছে 1,39,000 টাকা।

Bajaj Pulsar 250Pulsar NS 200 এর দামে কিনতে পারেন এই 4 দূর্দান্ত শক্তিশালী বাইক
বাজাজ পালসার 250 আরেকটি বাজাজের বাইক যা ওই একই বাজেটে কিনতে পারেন আপনি। Pulsar 250 তে একটি 249 সিসির ওয়ান সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 24.1 bhp শক্তি এবং 21.4 Nm টর্ক উৎপন্ন করে। এই বাইকের এক্স শোরুম দাম 1,49,978 টাকা।

TVS Ronin Pulsar NS 200 এর দামে কিনতে পারেন এই 4 দূর্দান্ত শক্তিশালী বাইক
TVS Ronin একটি দুর্দান্ত কমিউটার বাইক যা ভ্রমণের জন্যও উপযুক্ত। বাইকটিকে শক্তি যোগাচ্ছে 225.9cc এর ওয়ান-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 20.1 bhp শক্তি এবং 19.93 Nm টর্ক উৎপন্ন করে। Ronin এর এক্স শোরুম দাম 1,49,195 টাকা।

About Author