TRENDS
Advertisement

রেকর্ড রপ্তানি করল Hero, গত বছরের তুলনায় রপ্তানির অংক বেড়েছে 33%

টু-হুইলার প্রস্তুতকারক Hero ভারতের বাজারে রেকর্ড বৃদ্ধির সাথে এগিয়ে চলেছে। তবে শুধু ভারতেই নয়, গত নভেম্বর 2023-এ রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি পায় Hero বাইক। গত মাসে রপ্তানি করা বাইকের সংখ্যা পৌঁছেছে…

Published By: Ritwik | Published On:

টু-হুইলার প্রস্তুতকারক Hero ভারতের বাজারে রেকর্ড বৃদ্ধির সাথে এগিয়ে চলেছে। তবে শুধু ভারতেই নয়, গত নভেম্বর 2023-এ রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি পায় Hero বাইক। গত মাসে রপ্তানি করা বাইকের সংখ্যা পৌঁছেছে 14,764তে। গত 2022 সালের নভেম্বর মাসের সাথে তুলনা করলে দেখা যায় এই রপ্তানির পরিমাণ বেড়েছে 33.09% এ। রেকর্ড রপ্তানি করল Hero, গত বছরের তুলনায় রপ্তানির অংক বেড়েছে 33%

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

রেকর্ড পরিমাণ রপ্তানি বেড়েছে Hero Motocorp এর। রপ্তানি করা বাইকের তালিকায় বড় জায়গায় রয়েছে Hero HF DELUXE। যদিও গত বছরের তুলনায় রপ্তানি বেড়েছে। তবে মোট রপ্তানি কমেছে 13.55%। রপ্তানি করা বাইকের তালিকায় Hero HF Deluxe এর সংখ্যা 3624।

অন্যান্য মডেলের মধ্যে রয়েছে Hero Maestro। নভেম্বর 2022 থেকে নভেম্বর 2023 এ সেটির রপ্তানি বেড়েছে 305.17%। এছাড়া Hemp এর রপ্তানিও 2,654 ইউনিটে পৌঁছে মোট 0.34% প্রান্তিক বৃদ্ধি পেয়েছে। Hero XPulse এর রপ্তানি বেড়েছে 280.62%। তবে সেখানে খারাপ ফলাফল Hero Splendor এর। বাইকটির রপ্তানি কমেছে 37.74%।

রেকর্ড রপ্তানি করল Hero, গত বছরের তুলনায় রপ্তানির অংক বেড়েছে 33%

রপ্তানি তালিকার অন্যান্য মডেলগুলির মধ্যে রয়েছে Hero Passion, যা 33.33 শতাংশ হ্রাস পেয়েছে এবং Destiny যা রপ্তানিতে 433.33 শতাংশ বৃদ্ধি পেয়েছে। Hero MotoCorp এছাড়াও Xtreme, Xoom, এবং Karizma মডেলও বিক্রি করছে আন্তর্জাতিক বাজারে।

About Author