![](https://autoscoop.in/wp-content/uploads/2023/07/maruti-fronx-cng-780x470.jpg)
এপ্রিল মাসের শুরুর দিকে বাজারে এসেছে নতুন Fronx। আকর্ষণীয় ডিজাইন এবং বিলাসবহুল গাড়িটির দাম এবং মাইলেজ মধ্যবিত্তের ধরাছোঁয়ার মধ্যে থাকায় সেটির চাহিদাও বেড়েছে। দামের সাপেক্ষে দারুণ গুণমান থাকায় ভারতের বাজারে তো বটেই, বিদেশেও বেশ সফল Fronx। এতদিন Baleno’র যা বাজার ছিল তা আজ দখল করতে চলেছে Fronx গাড়িটি।
বিলাসবহুল গাড়িই বলা চলে Fronx কে, কিন্তু দাম রয়েছে সাধ্যের মধ্যেই। লঞ্চ হওয়ার পর থেকেই গাড়িটির উচ্চ চাহিদা বাজারে বেশ হাইপ তৈরি করেছে। আবার বিদেশেও দেদার বিক্রি হতে থাকায় গাড়িটির রপ্তানির পরিমাণও বেড়েছে অনেকখানি।
দেখে নিন গাড়ির ফিচারস:
Fronx এ রয়েছে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন যা ৯০bhp শক্তি এবং ১১৩ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। Maruti এই গাড়িতে ১.০ লিটার সিলিন্ডারের টার্বো বুস্টার জেট পেট্রোল ইঞ্জিনও অফার করে, যা ১০০ bhp শক্তি এবং ১৪৭.৬ Nm টর্ক উৎপন্ন করে।
গাড়িটির Knex ওয়েভ গ্রিল এবং ক্রিস্টাল ব্লক LEDs রয়েছে যা Tata Nexon, Hyundai Venue, KIA Sonet এবং Nissan Magnite-এর মত গাড়ির সাথে প্রতিযোগিতায় সাহায্য করবে আপনাকে। সম্পূর্ন LED লাইট সহ নেক্স ওয়েভ গ্রিল এবং ক্রিস্টাল ব্লক এলইডি ডিআরএল লুক আরো বাড়িতে দেয়।
Maruti Suzuki Fronx-এ ডিজাইনার অ্যালয় হুইল
সমেত আসে যার দৈর্ঘ্য ৩৯৯৫ মিমি, উচ্চতা ১৫৫০ মিমি এবং প্রস্থ ১৭৬৫ মিমি। ৬ গতির স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে লঞ্চ হয়েছে সেটি। গাড়ির ৩৭ লিটার ফুয়েল ট্যাংক আপনাকে লং রুটে চলতে সাহায্য করবে। এছাড়া মাইলেজ পাবেন ২২.৮৯ কিমির। হ্যাচব্যাক ক্যাটাগরির গাড়িটি ভারতে লঞ্চ হয়েছে ৭.৪৬ লক্ষ টাকায়।