Read In
Whatsapp
Auto Motive IndustryCar NewsFeatured

বিক্রির দিক থেকে ৫টি বিলাসবহুল গাড়ির ব্র্যান্ডের তালিকায় উল্লেখযোগ্য স্থানে ভারতের নাম ! নয়া পালক ভারতের মুকুটে

ধীরে ধীরে দেশের অন্দরে কমদামী গাড়ির বিক্রি কমে গিয়ে দামী গাড়ির বিক্রি বাড়তে শুরু করেছে। কিন্তু জানেন কি ভারতের সেরা লাক্সারি ব্র্যান্ড কোন গুলি? জুন মাসে কোন বিলাসবহুল গাড়ির বেশি বিক্রি হয়েছে তার ওপর নির্ভর করে এই তালিকা তৈরি করা হয়েছে। FADA অর্থাৎ Federation of Automobile Dealers Association এর তরফে প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর এই তালিকা।

1) Marcedes Benz : ভারতের নম্বর ওয়ান বিলাসবহুল গাড়ির ব্র্যান্ডে পরিণত হয়েছে মার্সিডিজ। গত জুন মাসে তারা 1010 টি গাড়ি বিক্রি করেছে ভারতীয় বাজারে।

2) BMW : দ্বিতীয় স্থানে রয়েছে আরেক জার্মান গাড়ি নির্মাতা সংস্থা। সামান্যর জন্য প্রথম স্থান মিস হয়ে গেল BMW এর, তাদের মোট বিক্রী হওয়া গাড়ির সংখ্যা 971।

3) Jaguar Land Rover : তৃতীয় স্থানে রয়েছে টাটাদের বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড Jaguar Land Rover। গত মাসে Land Rover মোট 267 টি গাড়ি বিক্রি করেছে।

4) Volvo : অনেকেই হয়তো জানেন না কিন্তু বর্তমান সময়ে Volvo আদতে একটি চাইনিজ সংস্থা। তবে এখনো তারা নিজেদের সেফটি এবং সুরক্ষার জন্য বিশ্বখ্যাত। জুন মাসে মোট 146 টি ভলভো বিক্রি হয়েছে ভারতীয় মার্কেটে।

5) Audi : এই জার্মান গাড়ি নির্মাতা সংস্থাটিও রয়েছে টপ সেলিং গাড়ির তালিকায়। মোট 119 টি গাড়ি বিক্রি করে তারা রয়েছে পঞ্চম স্থানে।

এই পাঁচটি কোম্পানিই বিলাসবহুল গাড়ির অধিকাংশ বাজার ধরে রেখেছে। উল্লেখ্য ষষ্ঠ স্থানে রয়েছে Porshe। তবে এই তালিকায় রয়েছে Lexus, Aston Martin এর মত কোম্পানিও।

Back to top button