Read In
Whatsapp
Car News

Punch এবং Exter এর বাজার কাড়বে Maruti Suzuki এর লেটেস্ট গাড়ি, দাম মাত্র এত

মারুতি সুজুকি ভারতের সবচেয়ে বড় কোম্পানি গুলোর একটি। একাধিক বেস্ট সেলিং গাড়ি রয়েছে তাদের। এমনকি শীর্ষ দশটি বিক্রি হওয়া গাড়ির বারো আনা মারুতির দখলে। বহু বছর ধরে একই ট্রেন্ড চলে আসছে। সদ্যই আরো এমন একটি গাড়ি নিয়ে এসেছে কোম্পানি যা বাজারে দারুণ আলোড়ন তৈরি করেছে।

নতুন গাড়িটি মারুতি সুজুকির Mini SUV। গাড়িটির নাম Maruti Suzuki Hustler। শক্তি, মাইলেজ, ডিজাইন কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই নতুন Hustler। গাড়িটির ফিচারস কেমন দেখে নিন নীচে।

ইঞ্জিন এবং মাইলেজ: মারুতি সুজুকির নতুন Mini SUV টির নাম Hustler। গাড়িটির Powertrain ও বেশ আকর্ষণীয়। সেখানে 660 cc টার্বো ইঞ্জিন থাকবে, যা 52 hp শক্তি এবং 63Nm টর্ক জেনারেট করতে সক্ষম। Mini SUV তে এই শক্তিশালী ইঞ্জিন নিজের সেগমেন্টে অপ্রতিরোধ্য করে তুলবে। তবে শুধু শক্তি নয়, Hustler এ রয়েছে নানান অত্যাধুনিক সুবিধাও।

ফিচারস: Maruti Suzuki Hustler-এ আপনি সানরুফ, ডিজিটাল ডিসপ্লে, 360 ডিগ্রী ক্যামেরা রিয়ার সেন্সর, পাওয়ার সাইড মিরর এবং এয়ার ব্যাগের মতো বৈশিষ্ট্যগুলি পেয়ে যাচ্ছেন। উল্লেখ্য , গাড়িটি যে দামে বাজারে আসতে চলেছে সেই দামের কোনো গাড়িতেই সানরুফ পাওয়া যায় না। কিন্তু Hustler এ আপনি অটো সানরুফ পেয়ে যাচ্ছেন।

দাম: একাধিক রঙের সাথে বাজারে আসবে গাড়িটি। নতুন এই কমপ্যাক্ট SUV টির এক্স-শোরুম দাম শুরু হবে 6 লক্ষ টাকা থেকে। এই দামে বাজারের অন্যান্য গাড়িকে বড় টক্কর দেবে Hustler।

Back to top button