TRENDS
Advertisement

আসন্ন সময়ে শীঘ্রই বাজারে আসছে এই চার বৈদ্যুতিক গাড়ি, দুর্দান্ত ফিচারস থাকছে গাড়িতে

দেশের ইলেকট্রিক গাড়ির বাজার বিস্ফারিত হচ্ছে। KIA, Tata, Mahindra সহ একাধিক গাড়ি নির্মাতা বৈদ্যুতিক গাড়ি নিয়ে এসেছে এই বাজারে। তবে এক্ষুনি শেষ নয়, শীঘ্রই সেরা 4টি বৈদ্যুতিক গাড়ি আসতে চলেছে।…

Published By: Ritwik | Published On:

দেশের ইলেকট্রিক গাড়ির বাজার বিস্ফারিত হচ্ছে। KIA, Tata, Mahindra সহ একাধিক গাড়ি নির্মাতা বৈদ্যুতিক গাড়ি নিয়ে এসেছে এই বাজারে। তবে এক্ষুনি শেষ নয়, শীঘ্রই সেরা 4টি বৈদ্যুতিক গাড়ি আসতে চলেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সম্পূর্ন গাড়ির তালিকা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Kia EV9 আসন্ন সময়ে শীঘ্রই বাজারে আসছে এই চার বৈদ্যুতিক গাড়ি, দুর্দান্ত ফিচারস থাকছে গাড়িতে
2023 অটো এক্সপোতে, Kia তাদের সাত-সিটার লম্বা Kia EV9 গাড়িটি প্রথমবারের জন্য প্রদর্শন করে। গাড়িটি প্রায় 541-কিলোমিটারেরও বেশি মাইলেজ দিতে সক্ষম। এছাড়া Kia EV9 গাড়িতে অতি দ্রুত 800V চার্জিং ক্ষমতাও রয়েছে। Kia EV6-এর পরে, ভারতে Kia Motors-এর ফ্ল্যাগশিপ গাড়ি হতে চলেছে Kia EV9। KIA Motors এর EV9 RWD এবং AWD উভয় কনফিগারেশনে লঞ্চ হবে।

Tata Curvv আসন্ন সময়ে শীঘ্রই বাজারে আসছে এই চার বৈদ্যুতিক গাড়ি, দুর্দান্ত ফিচারস থাকছে গাড়িতে
টাটা মোটরসের আসন্ন Curvv গাড়িটি আসবে আগামী বছরই। Cöupé স্টাইলের গাড়িটি টাটা মোটরস নিয়ে আসছে Hyundai Creta, KIA Seltos, Skoda Kushaq ইত্যাদির সাথে লড়তে। জ্বালানি ইঞ্জিনের সাথে সাথে EV ভার্সনেও লঞ্চ হবে গাড়িটি। 500 থেকে 550 কিমির মাইলেজও থাকবে Curvv গাড়িতে। বৈদ্যুতিক Curvv-এর সরঞ্জাম তালিকায় সম্ভবত একটি টু-স্পোক স্টিয়ারিং হুইল, একটি 12.3-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি 10.25-ইঞ্চি ডিজিটাল ড্রাইভারের ডিসপ্লে

Mahindra XUV.e8 আসন্ন সময়ে শীঘ্রই বাজারে আসছে এই চার বৈদ্যুতিক গাড়ি, দুর্দান্ত ফিচারস থাকছে গাড়িতে
আগামী বছর যে সমস্ত গাড়ি আসছে তার মধ্যে রয়েছে Mahindra এর নতুন ইলেকট্রিক SUV। আসন্ন গাড়িটির নাম XUV.e8। Mahindra এর XUV 700 এর Re-branded version নতুন XUV.e8। এখনো অবধি লঞ্চের তারিখ সম্বন্ধে কিছু জানা যায়নি কিন্তু খবর আসছে যে, আগামী 2024 সালের শেষের দিকে গাড়িটি লঞ্চ হবে। XUV.e8-এ নতুন LED হেডলাইট, LED DRLs, ফ্রন্ট গ্রিল সহ অনেক বেশি Futuristic Design থাকছে। XUV.e8 গাড়িতে 80 kWh ব্যাটারি প্যাক সহ একটি ডুয়াল-মোটর সেটআপ রয়েছে গাড়িতে। গাড়িটি সর্বোচ্চ 230 PS শক্তি এবং 350 Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে।

Maruti Suzuki eVX আসন্ন সময়ে শীঘ্রই বাজারে আসছে এই চার বৈদ্যুতিক গাড়ি, দুর্দান্ত ফিচারস থাকছে গাড়িতে
আগামী সময়ের জন্য গুরুত্বপূর্ন Maruti Suzuki eVX। 15 লাখের বাজেটে আসতে পারে Maruti Suzuki eVX। Maruti Suzuki eVX পাঁচ-সিটার SUV টি থেকে টয়োটাও নিজেদের সহজলভ্য গাড়ি তৈরি করবে। Toyota এর গাড়িগুলো বাজারে আসবে আগামী বছর। Toyota midsize e-SUV 2025 সালে ভারতে লঞ্চ হবে। সুজুকি-টয়োটা অংশীদারিত্ব ভারতে তো বটেই, পাশাপাশি বিদেশেও বেশ সফল এই জুটি। সেক্ষেত্রে eVX সফল হলে বড় পরিবর্তন দেখা যাবে আসন্ন সময়ে।

About Author