Read In
Whatsapp
Bike News

Royal Enfield নিয়ে এসেছে সেরা বাইকের সম্ভার, নতুন বাইকের দাম শুরু হচ্ছে মাত্র 1.5 লক্ষ টাকা থেকে

350 সিসি বা তার ওপরের সেগমেন্টে বড় বাজার দখল করেছে Royal Enfield। প্রিমিয়াম, ক্রুজার, অ্যাডভেঞ্চার ইত্যাদি বাইকের ক্যাটেগরিতে শক্তিশালী ঘাঁটি ধরে রেখেছে চেন্নাইস্থিত কোম্পানি। জনপ্রিয় Classic এবং বুলেট ছাড়াও Hunter 350, Meteor 350 ইত্যাদি জনপ্রিয় হয়েছে অল্প সময়েই।

আজ আমরা দেখে নেবো কোম্পানির পোর্টফোলিওতে থাকা বাইকের সম্ভারের দিকে। 350, 450 এবং 650 সিসি সেগমেন্টে কোন কোন বাইক লঞ্চ করেছে Royal Enfield তাই দেখে নিন এখানে।

1. Classic 350:  বাইকটির এক্স-শোরুম মূল্য রয়েছে 1.93 লক্ষ টাকা থেকে 2.25 লক্ষ টাকা। বাইকটির শক্তিশালী লুক Classic কে বিখ্যাত করেছে। এছাড়া এই বাইকের মাইলেজও দারুণ।

2. Hunter 350:  এই Hunter 350 Royal Enfield এর লাইনআপের সবচেয়ে সস্তা বাইক। এই বাইকের দাম রয়েছে 1.50 লক্ষ টাকা থেকে 1.75 লক্ষ টাকা। তরুণদের মধ্যে বেশ ভালই সাড়া ফেলেছে নতুন Hunter।

3. Super Meteor 650 (Cruiser): 650 সিসি সেগমেন্টে নতুন বাইক Super Meteor। দারুণ পারফরম্যান্স পাওয়া যায় এই ক্রুজার বাইকে। বাইকটির দাম রয়েছে 3.61 লক্ষ টাকা থেকে 3.91 লক্ষ টাকার মধ্যে। বর্তমানে Super Meteor 650 Royal Enfield এর সবচেয়ে ব্যয়বহুল পণ্য।

4. Bullet 350:  চলতি বছরই সেপ্টেম্বর মাসে বাজারে এসেছে নতুন Bullet 350। নয়া লুকের সাথে আকর্ষণীয় ডিজাইন এবং দারুণ শক্তিশালী ইঞ্জিনের কারণে অল্প সময়েই বাজারে সাড়া ফেলে দিয়েছে বাইকটি। নতুন Bullet এর দাম রয়েছে 1.74 লক্ষ টাকা থেকে 2.16 লক্ষ টাকা।

5. Scram 411: অ্যাডভেঞ্চার বাইকের ক্যাটেগরিতে আসে Scram 411। 2.06 লক্ষ থেকে শুরু করে 2.12 লক্ষ টাকা এক্স-শোরুম দামের সাথে স্ক্র্যাম 411 অ্যাডভেঞ্চার উত্সাহীদের পূরণ করে৷

6. Continental GT 650:  650 সিসি সেগমেন্টে শক্তিশালী বাইক চাইলে Continental GT একটি দারুণ অপশন। 3.19 লক্ষ টাকা থেকে 3.45 লক্ষ টাকা বাজেটে মিলে এই বাইকটি। ক্লাসিক স্টাইলের সাথে শক্তিশালী ইঞ্জিন বাইকটির সেলিং পয়েন্ট।

7. Interceptor 650: 650 সিসি সেগমেন্টে সবচেয়ে সস্তা বাইক Interceptor 650। 3.03 লক্ষ টাকা থেকে বাইকটির দাম শুরু হয় এবং টপ মডেলের দাম 3.31 লক্ষ টাকা। ইন্টারসেপ্টর 650 ক্লাসিক ডিজাইন এবং আধুনিক বৈশিষ্ট্যগুলির মিশ্রণ অফার করে৷

এছাড়া রয়্যাল এনফিল্ড শটগান 650 সহ ববার-স্টাইলের মোটরসাইকেল উন্মোচন করেছে, এই দুটি বাইকের দামও শীঘ্রই প্রকাশ করবে কোম্পানি।

Back to top button