TRENDS
Advertisement

2023 এর বাইকের বাজার কেমন হলো? স্পোর্টস বাইক থেকে কমিউটার, সেরা বাইক এগুলোই

  আচ্ছা সেরা বাইক বললে আপনারা কি ভাবেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় কারো Apache পছন্দ তো কারো মতে Pulsar এর জুড়ি নেই। অনেকে আবার হোন্ডার গাড়ি ছাড়া চলতেই পারেন না।…

Published By: Ritwik | Published On:

 

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আচ্ছা সেরা বাইক বললে আপনারা কি ভাবেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় কারো Apache পছন্দ তো কারো মতে Pulsar এর জুড়ি নেই। অনেকে আবার হোন্ডার গাড়ি ছাড়া চলতেই পারেন না। আর এই পছন্দের পিছনে রয়েছে নানান কারণ। এই যেমন কারো দরকার লম্বা মাইলেজ তো কারো স্পোর্টি লুক। কেও আবার শক্তিশালী ইঞ্জিন না হলে সেই বাইক ছুঁয়েও দেখেন না। অর্থাৎ নানা মুনির নানা মত। কিন্তু 2023 সালে সবমিলিয়ে বেশ কয়েকটি দুই চাকা দারুণ ঝড় তুলেছে আর সেই সম্পর্কেই জানাবো আমরা। 

2023 এর বাইকের বাজার কেমন হলো? স্পোর্টস বাইক থেকে কমিউটার, সেরা বাইক এগুলোই

গত 2023 সালে বাজারে এসেছে নানান বাইক। তবে কিছু কমিউটার বাইক রয়েছে যাদের নাম না করলেই নয়। যেমন Honda Shine 100, বাইকটির যেমন লুক তেমনই ক্ষমতাবান। তো চলুন আগে দেখে নেওয়া যাক 2023 সালের সেরা কমিউটার বাইক কোনগুলো। 

সেরা কমিউটার বাইক 

বাইকের নামইঞ্জিনদাম (এক্স-শোরুম)
হন্ডা সাইন 10097 সিসি65,000 টাকা
হিরো সুপার স্প্লেন্ডর এক্সটেক124 সিসি85,149 টাকা
হন্ডা এসপি 160160 সিসি1.18 লাখ টাকা
হিরো গ্ল্যামার125 সিসি82,348 টাকা
হন্ডা এসপি 125 স্পোর্টস125 সিসি90,567 টাকা

2023 এর বাইকের বাজার কেমন হলো? স্পোর্টস বাইক থেকে কমিউটার, সেরা বাইক এগুলোই

কমিউটার বাইক তো হলো কিন্তু যদি প্রিমিয়াম বাইকের কথা হয় তাহলে সবার প্রথমে নাম আসবে নতুন বুলেটের। গত সেপ্টেম্বর মাসেই বুলেট এসেছে নয়া অবতারে। সেখানে যেমন যুক্ত হয়েছে নতুন ইঞ্জিন তেমনই রয়েছে আপডেটেড লুক। এছাড়া আরো কয়েকটি প্রিমিয়াম বাইক এসেছে সেইসাথে। সেগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো। 

2023 এর বাইকের বাজার কেমন হলো? স্পোর্টস বাইক থেকে কমিউটার, সেরা বাইক এগুলোই

সেরা 5 প্রিমিয়াম মোটরসাইকেল

বাইকের নামইঞ্জিনদাম (এক্স-শোরুম)
রয়্যাল এনফিল্ড বুলেট350 সিসি1.73 লাখ টাকা
টিভিএস অ্যাপাচি আরটিআর 310312 সিসি2.42 লাখ টাকা
এপ্রিলিয়া RS 457457 সিসি4.10 লাখ টাকা
ট্রায়াম্ফ স্পিড 400398 সিসি2.33 লাখ টাকা
হিরো ক্যারিশমা XMR 210210 সিসি1.79 লাখ টাকা

2023 এর বাইকের বাজার কেমন হলো? স্পোর্টস বাইক থেকে কমিউটার, সেরা বাইক এগুলোই

সবমিলিয়ে 2023 বাইকের বাজারের জন্য দারুণ কেটেছে। আগামী সময়ে অর্থাৎ 2024 আরো রঙিন হতে চলেছে এই বাজার। কমিউটার সেগমেন্ট থেকে স্পোর্টস বা ক্রুজার, সমস্ত ক্ষেত্রেই যুক্ত হতে চলেছে নয়া দুই চাকা। 

About Author