TRENDS
Advertisement

বাজার কাঁপাতে আসছে মাহিন্দ্রা Bolero Neo Plus, 9 সিটার গাড়ির দাম কত? রইল খুঁটিনাটি

একাধিক চমক নিয়ে হাজির Mahindra Bollero Neo Plus। রইল দাম সহ বিস্তারিত তথ্য

Published By: Ritwik | Published On:

গাড়ির বাজারে মাহিন্দ্রা বরাবরই একটা বড় নাম। হামেশাই নতুন কোনও চমক নিয়ে আসে সংস্থাটি। আর এবার 6 সিটার, 7 সিটার এবং 9 সিটার সেগমেন্টে নতুন SUV নিয়ে আসছে কোম্পানি। যার মধ্যে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে Bolero Neo Plus। যা কী না ভারতীয় পরিবারের জন্য একেবারে আদর্শ। 9 সিটার এই গাড়িতে জায়গা এতটাই যে, পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়তে পারবেন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

যদিও Bolero Neo Plus এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ সম্পর্কে কিছুই ঘোষণা করেনি Mahindra। তবে গাড়ি সম্পর্কে কৌতুহলী গ্রাহকদের জন্য কিছু তথ্য আমরা জোগাড় করেছি। আজকের প্রতিবেদনে সেগুলিই আলোচনা করব পাঠককুলের সঙ্গে।

বোলেরো নিও প্লাসের ডিজাইন এবং বৈশিষ্ট্য

1) এছাড়াও গাড়িতে দেওয়া হয়েছে LED লাইট এবং একটি 7 ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম।

2) এখানেই শেষ নয়, সেন্ট্রাল লকিং, পাওয়ার উইন্ডোজ, এয়ার কন্ডিশনার, ডুয়াল এয়ারব্যাগ এবং 16 ইঞ্চির অ্যালয় হুইলের মত একাধিক ফিচার্সে ঠাসা এই গাড়ি।

3) ইঞ্জিনের কথা বললে এতে দেওয়া হয়েছে 2.2-লিটার mHawk ডিজেল ইঞ্জিন। এটি স6 স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে সংযুক্ত যা 120bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম।

4) দামের কথা বললে, Bolero Neo Plus-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 10 লক্ষ টাকা থেকে।

বাজার কাঁপাতে আসছে মাহিন্দ্রা Bolero Neo Plus, 9 সিটার গাড়ির দাম কত? রইল খুঁটিনাটি

জানিয়ে দিই, মাহিন্দ্রার মাথায় একাধিক নয়া SUV-র চিন্তাভাবনা রয়েছে বলে খবর। Mahindra Bolero Neo Plus ছাড়াও আগামী বছর একটি 6 সিটার গাড়ি XUV700 লঞ্চ করার পরিকল্পনা করছে সংস্থাটি। তবে টেক মিডিয়ার কানাঘুষা খবর, XUV 700 এর আগে Bolero Neo Plus বাজারে আনবে Mahindra।

About Author