গত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছে Yamaha এর দুই বাইক MT-03 এবং R3। বাইকপ্রেমীরা হা পিত্যেশ করে বসেছিল এই দুই বাইকের জন্য। অবশেষে হল সেই প্রতীক্ষার অবসান। দেশীয় বাজারে আনুষ্ঠানিক ভাবে পা রাখল দুই বাইক। নতুন বাইকে পেয়ে যাবেন নতুন কালার অপশন। সেই সাথে থাকছে লিকুইড কুল্ড টুইন সিলিন্ডার ইঞ্জিন।
Yamaha R3 ও MT-03 : ইঞ্জিন
বহুল চর্চিত দুটি বাইকেই পেয়ে যাবেন 321 সিসি টুইন সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন যা সর্বোচ্চ 42 পিএস শক্তি উৎপন্ন করতে সক্ষম। দুটি বাইকই 6 স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত। সাথে পেয়ে যাবেন LED হেডলাইট। বাইক দুটির সর্বোচ্চ গতিবেগ প্রায় 188 কিমি প্রতি ঘন্টা।
Yamaha R3 ও MT-03 : ফিচার্স
ইয়ামাহার MT-03 বাইকটিতে দেওয়া হয়েছে 17 ইঞ্চির টায়ার। সামনে রয়েছে KYB USD (আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক) এবং পিছনে মনোশক সাসপেনশন। সেই সাথে দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। সাথে পেয়ে যাবেন ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, অল ডিজিটাল LCD কনসোল। 780 মিলিমিটার উচ্চতা যুক্ত বাইকটির ওজন প্রায় 169 কেজি। একইসাথে স্পিডোমিটার, ওডোমিটার এবং ট্রিপমিটারের নক্ত প্রয়োজনীয় ফিচারস সেখানে থাকছেই।
উল্লেখ্য যে, এর আগে Yamaha এর R3 বাইকটি লঞ্চ হয়। কিন্তু নতুন ইঞ্জিন নিয়মের কারণে বন্ধ হয় বাইকটি। এরপর সদ্যই সেটি নতুন করে বাজারে এসেছে। R3 তে 321 cc ইঞ্জিন রয়েছে এবং ইঞ্জিনটি বেশ শক্তিশালী এবং মজবুত হতে চলেছে। যা ভালো পারফরম্যান্স দেওয়ার পাশাপাশি 25 কিমির মাইলেজও দিতে সক্ষম। আর নামের কথা বললে, YZF R3 এবং MT-03 এর দাম রাখা হয়েছে – 4.65 লাখ টাকা (এক্স-শোরুম) এবং 4.60 লাখ টাকা (এক্স-শোরুম)।