TRENDS
Advertisement

বছরের অন্তিম লগ্নে আসছে 5টি দমদার দুই চাকা ও চারচাকা, লঞ্চের দিনক্ষণ দেখুন এখানে

বছর প্রায় ফুরোলো। অন্তিম লগ্নে দাঁড়িয়েও অটো সেক্টরে বড় পরিবর্তন দেখা যাবে। 5টি দারুণ গাড়ি এবং বাইক আসছে শীঘ্রই। তাহলে চলুন দেখে নেওয়া যাক তালিকা। KIA Sonet Facelift গত 14…

Published By: Ritwik | Published On:

বছর প্রায় ফুরোলো। অন্তিম লগ্নে দাঁড়িয়েও অটো সেক্টরে বড় পরিবর্তন দেখা যাবে। 5টি দারুণ গাড়ি এবং বাইক আসছে শীঘ্রই। তাহলে চলুন দেখে নেওয়া যাক তালিকা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

KIA Sonet Facelift বছরের অন্তিম লগ্নে আসছে 5টি দমদার দুই চাকা ও চারচাকা, লঞ্চের দিনক্ষণ দেখুন এখানে
গত 14 ডিসেম্বর বাজারে লঞ্চ হয়েছে কিয়ার নতুন KIA Sonet Facelift। নতুন ADAS ফিচারস-সহ গাড়ি এনে একপ্রকার চমকেই দিয়েছে কিয়া মোটরস। কি নেই সেখানে, 6টি এয়ারব্যাগ, 10.25 ইঞ্চি টাচস্ক্রিন, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, LED লাইটিং, প্রিমিয়াম ইন্টিরিয়র সবই রয়েছে গাড়িতে। আগামী জানুয়ারি মাসে গাড়িটির দাম ঘোষণা করবে কিয়া। তবে তার আগে 20 ডিসেম্বর থেকে গাড়িটির বুকিং শুরু হতে পারে।

Gogoro CrossOver বছরের অন্তিম লগ্নে আসছে 5টি দমদার দুই চাকা ও চারচাকা, লঞ্চের দিনক্ষণ দেখুন এখানে
তাইওয়ান-ভিত্তিক ব্র্যান্ডটি ভারতের বাজারে একটি ক্রসওভার অ্যাডভেঞ্চার ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে চলেছে। আগামীকালই এটি লঞ্চ হবে বাজারে। সেখানে শক্তি যোগাচ্ছে 7.5kW বৈদ্যুতিক মোটর। আর গাড়িতে থাকছে দুটি ইন্টারচেঞ্জেবল ব্যাটারি প্যাক। 2023 সালের শেষের দিকে বিশ্বব্যাপী উন্মোচন করা হয়েছে এই নতুন ইলেকট্রিক স্কুটারটি। গোগোরো ক্রসওভারের রেঞ্জ থাকছে 100 কিলোমিটারের মধ্যেই।

Simple Dot One বছরের অন্তিম লগ্নে আসছে 5টি দমদার দুই চাকা ও চারচাকা, লঞ্চের দিনক্ষণ দেখুন এখানে

বেঙ্গালুরু স্থিত স্টার্টআপ Simple Energy এর লেটেস্ট প্রোডাক্ট Simple Dot One। আগামী 15 ডিসেম্বর স্কুটারটি লঞ্চ করবে কোম্পানি। সেখানে 151 কিমি মাইলেজ থাকতে চলেছে আর সাথে বড় মাপের 3.7 kWh ব্যাটারি প্যাক থাকছে। বড়সড় আকারের বেশ পেশিবহুল ডিজাইন হতে চলেছে স্কুটারটির। Simple এর নতুন ইলেকট্রিক স্কুটারের দাম থাকবে 1 লক্ষ টাকার মধ্যেই।

Yamaha R3 এবং MT-03 বছরের অন্তিম লগ্নে আসছে 5টি দমদার দুই চাকা ও চারচাকা, লঞ্চের দিনক্ষণ দেখুন এখানে
বহু অপেক্ষার পর বাজারে দেখা যাবে Yamaha এর সই সুপারস্টার R3 এবং MT-03। দুই বাইকে একই 321 সিসির প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন থাকবে। আর এই ইঞ্জিন যুক্ত থাকবে 6 গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে। 14 লিটার ফুয়েল ক্যাপাসিটির সাথে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)। 3.80 লাখ থেকে 4 লাখ টাকার এক্স-শোরুম দামে বাইক দুটি বাজারে লঞ্চ হচ্ছে।

About Author