TRENDS
Advertisement

এক চার্জেই বাইক ছুটবে 180 কিমি! তড়িঘড়ি ফায়দা নিন নতুন বাইকের, বুকিং চার্জ মাত্র 999 টাকা

বর্তমানে দুই চাকার বাজারে ধীরে ধীরে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। মানুষ আজকাল জ্বালানি চালিত গাড়ির জায়গায় বৈদ্যুতিক গাড়ির প্রতি বেশি ঝুঁকছে। যদিও বর্তমান সময়ে বৈদ্যুতিক যানবাহনের ক্ষমতা সীমিত তারপরেও ভবিষ্যতের…

Published By: Ritwik | Published On:

বর্তমানে দুই চাকার বাজারে ধীরে ধীরে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। মানুষ আজকাল জ্বালানি চালিত গাড়ির জায়গায় বৈদ্যুতিক গাড়ির প্রতি বেশি ঝুঁকছে। যদিও বর্তমান সময়ে বৈদ্যুতিক যানবাহনের ক্ষমতা সীমিত তারপরেও ভবিষ্যতের কথা মাথায় রেখে EV এর বাজার দিন প্রতিদিন বেড়েই চলেছে। এক চার্জেই বাইক ছুটবে 180 কিমি! তড়িঘড়ি ফায়দা নিন নতুন বাইকের, বুকিং চার্জ মাত্র 999 টাকা

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

বৈদ্যুতিক দুই চাকার ক্ষমতা যেমন কম তেমনই সেগুলোর গতিও খুব বেশি নয়। কিন্তু সাম্প্রতিক সময় এমন একটি বৈদ্যুতিক বাইক এসেছে যা পেট্রোল চালিত বাইককে জোর টক্কর দিতে সক্ষম। আজ আমরা তেমনই একটি বাইকের কথা বলছি। এই বাইকের নাম Tork Kratos R।

এক চার্জেই বাইক ছুটবে 180 কিমি! তড়িঘড়ি ফায়দা নিন নতুন বাইকের, বুকিং চার্জ মাত্র 999 টাকা

Tork Kratos R একটি শক্তিশালী ই-বাইক। সেখানে 150 সিসির সমান ক্ষমতাবান ইঞ্জিন রয়েছে। দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে বাইকটি বাজারে আসে। শীঘ্রই বাজারে লঞ্চ হতে পারে বাইকটি। Tork Kratos R এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1,67,499 টাকা থেকে। বাইকের ইঞ্জিন মোট 12 bhp শক্তি এবং 38 Nm পিক টর্ক জেনারেট করে।

টর্কের দিক থেকে Royal Enfield Classic 350 এর সমান শক্তিশালী হয়ে ওঠে নতুন বাইকটি। সেখানে 4 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জে 180 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। ইকো, সিটি, স্পোর্টস এবং রিভার্স এই চারটি মোড রয়েছে বাইকটিতে। স্পোর্টস মোডে সর্বোচ্চ 105 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে বাইকটি।

এক চার্জেই বাইক ছুটবে 180 কিমি! তড়িঘড়ি ফায়দা নিন নতুন বাইকের, বুকিং চার্জ মাত্র 999 টাকা

বৈদ্যুতিক বাইকে ম্যাপ নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যান্টি-থেফট সিস্টেম এবং চার্জিং পয়েন্ট লোকেশনের মতো ফিচারস পাওয়া যায়। এছাড়া মাত্র 999 টাকায় বাইকটি প্রি-বুক করতে পারেন আপনি। Tork Kratos R ই বাইকে 3 বছর বা 40,000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি পাওয়া যায়। আপনি চাইলে ওয়ারেন্টি আরো বাড়িয়ে নিতেও পারেন।

About Author