Read In
Whatsapp
Celeb's Collection

মাত্র ২৩ বছর বয়সেই বহু কোটির মালিক, শুভমান গিলের লাক্সারি গাড়ির কালেকশন শুনলে ভিরমি খাবেন

ভারতীয় ক্রিকেটার দুনিয়ার উদীয়মান তারকা হলেন শুভমান গিল। তার দূর্দান্ত পারফরম্যান্সের জন্য কেরিয়ারগ্রাফ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অল্প সময়ের মধ্যেই নিজের খেলা ও সামর্থ্যের ভিত্তিতে টিম ইন্ডিয়াতে (Team India) নিজের জায়গা পাকা করে নিয়েছেন গিল। আর তার সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি পাচ্ছে ক্রিকেটারের আয় ও গাড়ির কালেকশন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২০২৪ অর্থবর্ষে শুভমান গিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩১ কোটি টাকারও বেশি। মাসিক হিসেব করলে তিনি প্রতিমাসে প্রায় ৬৬,০৯,২৮০ টাকা আয় করেন। আর হবে নাই বা কেন! গত চার-পাঁচ বছরে আইপিএল ওপেনার হিসেবে ভালো নাম কামিয়েছেন তিনি।

তবে জানেন কি এই ক্রিকেটারের কয়েক কোটির সম্পত্তির মধ্যে ঠিক কী কী রয়েছে? প্রথমেই বলি, শুভমান নিজে গাড়ির শৌখিন। আর তাই বেশকিছু বিলাসবহুল গাড়ি তার গ্যারাজের শোভাবর্ধন করছে। যার মধ্যে রয়েছে রেঞ্জার রোভার ভেলার, এই গড়িটির মূল্য ১.০৫ কোটি টাকা। ছোট বেলায় নাকি এই গাড়িটির উপরেই ভারতীয় দলের পতাকা লাগিয়ে রাখতেন তিনি।

পাশাপাশি গিলের গ্যারাজে রয়েছে মাহিন্দ্রা থর সহ আরও অনেক গাড়ি। উল্লেখ্য, চলতি বছর আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের সাথে টক্কর নিয়েছিল গুজরাত টাইটানস। এইদিন গিল ও সাহার জুটি প্রথম উইকেটেই ৬৭ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন। যারমধ্যে মাত্র ২০ বলে গিল ৩৯ রান করেন। তাও আবার ৭ টি ৪ সহ।

উল্লেখ্য, এখন আইপিএলের যেকোনো এক মরশুমে সর্বোচ্চ রান করার তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছেন শুভমান। জস ব্যাটলারকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। আইপিএলে মোট ১৭ টি ম্যাচে শুভমানের রান ৮৯০। তার গড় রান ৫৯.৩৩। যার মধ্যে রয়েছে ৩ টি সেঞ্চুরি ও ৪ টি হাফ সেঞ্চুরি। যার সৌজন্যে অরেঞ্জ কাপ-ও এসেছে শুভমানের ঝুলিতে।

Back to top button