ভারতের বাজারে কম দামী থেকে দামি, সমস্ত ক্ষেত্রে বড় বাজার ধরে রেখেছে মারুতি সুজুকি সুইফ্ট। মাইলেজ ভালো হওয়ার সাথে সাথে পারফর্ম্যান্সও দারুণ এবং সেই সাথে খুবই অল্প দাম। এক সবই একসাথে ঘটায় ভারতের গাড়ির বাজারে অঘোষিত সম্রাট হয়ে ওঠে মারুতি সুজুকি। কিন্তু সম্প্রতি টাটা মোটরস যা করেছে তাতে মারুতি সুজুকি একচেটিয়া বাজার ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।
মারুতি সুজুকি সুইফ্ট আছে বটে শীর্ষস্থানে। কিন্তু গত মাসে সেরা বিক্রি হওয়া গাড়ির তালিকায় Swift এর পরেই রয়েছে টাটা মোটরসের টিয়াগো। Tata Tiago বিক্রির নিরিখে সামান্য পিছিয়ে থাকলেও গত বছরের তুলনায় গাড়িটির লেনদেন বেড়েছে 52%। অর্থাৎ বলা যায় একেবারে Swift এর ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে Tiago।
আপনাদের জানিয়ে দিই, 2023 সালে জুন মাসে মারুতি সুইফট বিক্রি হয়েছে 15,955টি ইউনিট। সেখানে টিয়াগো বিক্রি হয়েছে 8,135 ইউনিট। যেখানে Swift জুন মাসে 2 শতাংশ কম বিক্রী হয়েছে সেখানে Tata Tiago 8,135 টি বিক্রি হয়েছে। যা আগের তুলনায় 52 শতাংশ বিক্রি হয়েছে। আপাতত পেট্রোল, ডিজেল এবং CNG ভেরিয়েন্টে বিক্রি হচ্ছে গাড়িটি।
টিয়াগো পেট্রল ভেরিয়েন্টে রয়েছে 1.2 লিটারের ইঞ্জিন আর সাথে পাবেন CNG কিট। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে পেট্রলের ক্ষেত্রে গাড়িটি 20 কিমি মাইলেজের সাথে আসে। CNG ভার্সনটি 26 কিমি মাইলেজ দেয়। 7 ইঞ্চির টাচস্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, USB চার্জিং, স্পিকার্স, রিয়ার পার্কিং সেন্সর, ভয়েস কমান্ড, রয়েছে।
গাড়ির অতিরিক্ত সুরক্ষার জন্য রয়েছে ডুয়াল এয়ার ব্যাগ, ক্র্যাশ সেন্সর, ইলেক্ট্রনিক ব্রেক উপস্থিত। টাটা টিয়াগোর সুরক্ষা রেটিং রয়েছে 4 স্টার। আপাতত গাড়ির দাম রয়েছে 5.60 লাখ থেকে 8.11 লাখ টাকা। উল্লেখ্য যে, গাড়িটির একটি বৈদ্যুতিক ভেরিয়েন্ট রয়েছে সেখানে 24 kwh ব্যাটারি প্যাক পেয়ে যাবেন। এখানে 315 কিমি রেঞ্জ পাবেন এবং ব্যাটারির ওপর 8 বছরের ওয়ারেন্টি পাবেন।