বেশ কয়েকমাসের আবার পুনরাবৃত্তি করে দেখাল মারুতি সুজুকি। গত নভেম্বর মাসেও আগের মতই গাড়ি বিক্রিতে বড় লাফ দিয়েছে তারা। উৎসবের মরশুম পেরিয়েছে বটে , কিন্তু গাড়ি কিনতে ক্রেতাদের লম্বা লাইন বন্ধ হচ্ছেনা এক্ষুনি। আর সেই কারণে বিক্রিও বেড়েছে অনেকখানি। আজ আপনাদের জানাবো নভেম্বরের সেরা দশটি বেস্ট সেলিং গাড়ি কোনগুলো।
প্রথমেই জানিয়ে রাখি যে, দশটি সেরা বিক্রি হওয়া গাড়ির 6 টিই মারুতি সুজুকির দখলে। এরপর 2টি টাটা মোটরসের এবং একটি করে মাহিন্দ্রা ও হুন্ডাইয়ের। আর এই চার কোম্পানি এবং বাকি সব মিলিয়ে নভেম্বরে মোট গাড়ি বিক্রি হয়েছে 3,34,868টি। পরিসংখ্যান অনুযায়ী বার্ষিক 4% বৃদ্ধি এলেও মাসিক হিসেবে বিক্রি কমেছে 14%।
নিচে তালিকার মাধ্যমে দেওয়া হলো দেশের সেরা দশটি গাড়ি। দেখে নিন সম্পূর্ন তালিকা
Rank | Company | Car Name | November Sales |
1 | মারুতি সুজুকি | Wagon R | 16,567 |
2 | মারুতি সুজুকি | Dzire | 15,965 |
3 | মারুতি সুজুকি | Swift | 15,311 |
4 | টাটা মোটরস | Nexon | 14,916 |
5 | টাটা মোটরস | Punch | 14,383 |
6 | মারুতি সুজুকি | Brezza | 13,393 |
7 | মারুতি সুজুকি | Baleno | 12,961 |
8 | মারুতি সুজুকি | Ertiga | 12,857 |
9 | মাহিন্দ্রা | Scorpio N | 12,185 |
10 | হুন্ডাই | Creta | 11,814 |
দেশের অন্দরে গাড়ির বাজারে একপ্রকার রাজ চালায় মারুতি সুজুকি। আর সেই রেকর্ড নভেম্বর মাসেও অব্যাহত রাখল কোম্পানি। প্রথম দশটির মধ্যে 6টি মারুতি সুজুকির। প্রথম তিনটিও তাদেরই। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ওয়াগন আর (15,567)। তারপর ডিজায়ার (15,965) এবং সুইফট (15,311)।
Wagon R, Dzire এবং Swift এর পর তালিকায় বাকি তিন হলো Brezza, Baleno এবং Ertiga। টাটা মোটরসও পিছিয়ে নেই। টপ সেলিং গাড়ির মধ্যে চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করেছে কোম্পানি। এরমধ্যে 14,916 টি গাড়ি বিক্রি করে চতুর্থ স্থানে Tata Nexon এবং 14,383 টি গাড়ি বিক্রি করে পঞ্চম স্থানে রয়েছে Tata Punch। উল্লেখ্য যে, নবম স্থানে রয়েছে Mahindra Scorpio-N (12,185) এবং দশম স্থানে Hyundai Creta (11,814)।