Read In
Whatsapp
Bike News

নতুন Apache লঞ্চ করছে TVS, এই জায়গায় প্রথমবারের জন্য বাইকের উন্মোচন করল কোম্পানি

সম্প্রতি TVS তাদের নয়া বাইক লঞ্চ করেছে। গোয়াতে অনুষ্ঠিত Motosoul ইভেন্টে Apache RTR 160 4V-এর নয়া ভার্সন সামনে এনেছে কোম্পানি। নতুন বাইকটি লাইটনিং ব্লু নামের মনোটোন কালারের সাথেই কেবল উপলব্ধ। বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.35 লক্ষ টাকা থেকে। বাইকে বেশ কিছু জায়গায় পরিবর্তন করেছে TVS।

মুখ্য আপডেটের মধ্যে রয়েছে ডুয়াল চ্যানেল ABS। এছাড়া সেখানে তিনটি নতুন রাইড মোড অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন ধরনের রাস্তায় চলার জন্য থাকছে এই মোড গুলো। এই মোড গুলি হলো আরবান, রেইন এবং স্পোর্ট। নতুন সংস্করণটি 240 mm এর বড় রিয়ার ডিস্ক ব্রেকের সাথে আসে যা SmartXonnect দ্বারা মোবাইলের সাথে সংযোগ করা সম্ভব। বাইকে রয়েছে লেটেস্ট ব্লুটুথ সংযোগ।

তবে বাইকের পাওয়ারট্রেনে কোনও পরিবর্তন করেনি কোম্পানি। আগের মতই 160 সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার এবং অয়েল-কুলড ইঞ্জিন থাকছে। এই ইঞ্জিনটি 8,000 rpm-এ 16.2 bhp পাওয়ার আউটপুট সহ 6500 rpm এ 14.8 Nm পিক টর্ক সরবরাহ করতে সক্ষম। ইঞ্জিনটি আগের মতোই পাঁচ গতির ট্রান্সমিশনের সাথে মিলিত হয়েছে।

বাইকের সামনের দিকে রয়েছে একটি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে থাকছে মনোশক সাসপেনশন। ডুয়াল-চ্যানেল ABS বাইকটিকে আগের থেকে অনেক বেশি সুরক্ষিত করে তোলে। এছাড়া নয়া ফিচারস সমেত Apache বাইকটি Bajaj Pulsar N160-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া এই সেগমেন্টে Honda CB Hornet 2.0 এবং Hero Xtreme 160R কেও জোর টক্কর দেবে নতুন Apache।

Back to top button