TRENDS
Advertisement

বছর ফুরোলেই দাম বাড়বে গাড়ির, কেন এমন সিদ্ধান্ত নিল Hyundai?

বছর ফুরোলেই দাম বাড়ছে বিভিন্ন গাড়ির। একগুচ্ছ কোম্পানি আগেভাগেই জানিয়ে দিয়েছে এই বিষয়ে। অবশেষে সেই তালিকায় নাম ঢুকল Hyundai এর। দক্ষিণ কোরিয়ান কোম্পানিও টাটা, মাহিন্দ্রা, অডি এবং মারুতি সুজুকির মতো…

Published By: Ritwik | Published On:

বছর ফুরোলেই দাম বাড়ছে বিভিন্ন গাড়ির। একগুচ্ছ কোম্পানি আগেভাগেই জানিয়ে দিয়েছে এই বিষয়ে। অবশেষে সেই তালিকায় নাম ঢুকল Hyundai এর। দক্ষিণ কোরিয়ান কোম্পানিও টাটা, মাহিন্দ্রা, অডি এবং মারুতি সুজুকির মতো নিজেদের বিভিন্ন মডেলের দাম বাড়াবে জলদি। ফলে এবার নতুন করে চাপ বাড়বে গ্রাহকদের ওপর, এতদিন Hyundai দাম বৃদ্ধির তালিকায় না থাকলেও নতুন অন্তর্ভুক্তি সমস্যা তৈরি করবে গাড়ির বাজারে। বছর ফুরোলেই দাম বাড়বে গাড়ির, কেন এমন সিদ্ধান্ত নিল Hyundai?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

অনেকেই হয়তো জানেন না যে এই নিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে ভারতের বাজারে জনপ্রিয় Hyundai। একদম কমদামী হ্যাচব্যাক থেকে শুরু করে বড় আকারের SUV সবই রয়েছে Hyundai এর ভাঁড়ারে। কিন্তু ক্রবর্ধমান মুদ্রাস্ফীতির সাথে যুঝতে তারাও দাম বাড়িয়েছে। দেশের অন্দরে Hyundai এর সমস্ত গাড়ির দামই এবার বাড়তে চলেছে।

নতুন দাম লাগু হবে আগামী বছরের শুরু থেকে। অর্থাৎ আগামী 1 জানুয়ারি থেকে যারা গাড়ি বুক করবেন তাদের অধিক মূল্যের বিনিময়ে গাড়ি কিনতে হবে। গাড়ির দাম কত শতাংশ হারে বাড়বে তা অবশ্য এখনও জানা যায়নি। তবে উৎপাদন খরচ বাড়ার কারণেই যে এই সিদ্ধান্ত তা স্পষ্ট করে দিয়েছে কোম্পানি। বছর ফুরোলেই দাম বাড়বে গাড়ির, কেন এমন সিদ্ধান্ত নিল Hyundai?

উল্লেখ্য যে, শুধু হুন্ডাই নয়, মারুতি সুজুকি, টাটা মোটরস, মাহিন্দ্রা, হন্ডা, অডি, বিএমডাবলিউ-এর মতো বড় বড় কোম্পানিও গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এই নিয়ম লাগু হবে একদম কম দামী হ্যাচব্যাক থেকে শুরু করে দামী সেডান কিংবা SUV সর্বত্রই। মার্কেট বিশেষজ্ঞদের মতে গ্রাহকদের অন্তত 20 থেকে 30 হাজার টাকা অধিক দিতে হতে পারে।

About Author