TRENDS
Advertisement

90 লাখ টাকার গাড়ি কিনলেন নীরজ চোপড়া! গাড়ির ফিচার্স দেখলে চোখ কপালে উঠবে আপনার

ভারতীয় ক্রীড়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নীরজ চোপড়ার নাম। কয়েক বছর আগে প্রথম ভারতীয় অ্যাথলিট (জ্যাভলার) হিসেবে অলিম্পিক্সের ইতিহাসে ভারতকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সোনা এনে দিয়েছিলেন তিনি। তবে জানেন…

Published By: Ritwik | Published On:

ভারতীয় ক্রীড়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নীরজ চোপড়ার নাম। কয়েক বছর আগে প্রথম ভারতীয় অ্যাথলিট (জ্যাভলার) হিসেবে অলিম্পিক্সের ইতিহাসে ভারতকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সোনা এনে দিয়েছিলেন তিনি। তবে জানেন কি, এই অ্যাথলিটের গাড়ির প্রতি বিশেষ টান রয়েছে। সম্প্রতি নীরজ আরও একটি দামি গাড়িকে তার গ্যারাজে আহ্বান জানিয়েছেন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

এটি হল black Range Rover Velar SUV। সম্প্রতি গাড়িটির ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। ল্যান্ড রোভার – মালওয়া অটোমোটিভস তাদের ফেসবুক পোস্টে বলেছে, “আমরা জনাব নীরজ চোপড়াকে রেঞ্জ রোভার পরিবারে স্বাগত জানাই এবং তাকে তার নতুন রেঞ্জ রোভার ভেলারের জন্য অভিনন্দন জানাই।”

গাড়ির প্রতি নীরজের ভালোবাসা আজকের নয়। রেঞ্জ রোভার ভেলার ছাড়াও তার কাছে রয়েছে রেঞ্জ রোভার স্পোর্ট এবং আরও কয়েকটি নামিদামী গাড়ি রয়েছে নীরজের গ্যারাজে। এসবের পাশাপাশি একটি নীল রঙের ফোর্ড মুস্তাং-এর সাথেও দেখা গেছে তাকে। তবে মজার বিষয় হল, এই গাড়িটি সম্ভবত সেকেন্ড হ্যান্ড। শখ বজায় রাখতে এবং খরচ কমাতে তিনি এই রাস্তাটি বেছে নিয়েছেন।

উল্লেখ্য, নীরজ যে রেঞ্জ রোভার ভেলারটি কিনেছেন তা ব্রিটিশ দ্বারা নির্মিত এবং গাড়িটি মূলত ঐশ্বর্য, ক্ষমতা এবং বিলাসবহুল বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। রেঞ্জ রোভার ইভোক, রেঞ্জ রোভার স্পোর্টস ও রেঞ্জ রোভার ভোগ ঝা চকচকে গ্ল্যামারের মাঝে নিখুঁত ভাবে তাল মেলানোর চেষ্টা করেছে এই গাড়িটি। ভারতীয় বাজারে এর প্রারম্ভিক মূল্য প্রায় 78.87 লক্ষ, এক্স-শোরুম দিল্লি। তবে নীরজ কত টাকায় গাড়িটি কিনেছেন তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য রেঞ্জ রোভার ভেলার তিনটি ইঞ্জিন বিকল্পে থাকে। লোয়ার ভেরিয়েন্টে 179 Bhp এর 2.0-লিটার টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন বা 250 Bhp এর সাথে একটি 2.0-লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়। যারা আরও শক্তি চাচ্ছেন তাদের জন্য, টপ-এন্ড ভেরিয়েন্টে 296 Bhp সহ একটি 3.0-লিটার V6 টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন রয়েছে। ZF থেকে একটি 8-স্পীড স্বয়ংক্রিয় ট্রান্সমিশন এবং টেরেন রেসপন্স সহ একটি অল-হুইল-ড্রাইভ সিস্টেমের সাথে যুক্ত।

90 লাখ টাকার গাড়ি কিনলেন নীরজ চোপড়া! গাড়ির ফিচার্স দেখলে চোখ কপালে উঠবে আপনার

উল্লেখযোগ্য হাইলাইটগুলির মধ্যে রয়েছে ম্যাট্রিক্স এলইডি হেডল্যাম্প, ইউজার ফ্রেন্ডলি টাচস্ক্রিন ইন্টারফেস সহ একটি টাচ প্রো ডুও ইনফোটেইনমেন্ট সিস্টেম, হিল ডিসেন্ট কন্ট্রোল, এয়ার সাসপেনশন, ইত্যাদি। নতুন পিভি প্রো ইনফোটেইনমেন্ট সিস্টেম একটি উল্লেখযোগ্য সংযোজন, যা একটি 10-ইঞ্চি টাচস্ক্রিন এবং অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর মত সুবিধা দেয়।

About Author