TRENDS
Advertisement

পুরাতন বাইক কেনাবেচা হয়ে গেল আরো সহজ, জানুন Royal Enfield Re-own প্রোগ্রাম ঠিক কি

Royal Enfield এর বাইকগুলো ভারতের বাজারে বিপুল জনপ্রিয়। বাজার ধরতে একাধিক বাইক এনেছে কোম্পানি। এক্ষেত্রে বিভিন্ন বাজেটে বিভিন্ন বাইক পেয়ে যাবেন। কিন্তু নতুন বাইকগুলোর দাম মোটেই কম নয় তাই সেগুলো…

Published By: Ritwik | Published On:

Royal Enfield এর বাইকগুলো ভারতের বাজারে বিপুল জনপ্রিয়। বাজার ধরতে একাধিক বাইক এনেছে কোম্পানি। এক্ষেত্রে বিভিন্ন বাজেটে বিভিন্ন বাইক পেয়ে যাবেন। কিন্তু নতুন বাইকগুলোর দাম মোটেই কম নয় তাই সেগুলো কেনাও অতটা সহজ নয়। এমতাবস্থায় Royal Enfield নিয়ে এসেছে এক বাম্পার অফার। নতুন তো বটেই, পুরনো বাইকের কেনাবেচাও চালাবে কোম্পানি। পুরাতন বাইক কেনাবেচা হয়ে গেল আরো সহজ, জানুন Royal Enfield Re-own প্রোগ্রাম ঠিক কি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

সম্প্রতি Royal Enfield তাদের Reown উদ্যোগ শুরু করেছে। এই প্রোগ্রামের অধীনে এবার থেকে পুরনো বাইকের কেনা বেচা চলতে থাকবে। শুধু তাই না, থাকবে গ্যারান্টিও। যারা পুরনো বাইক বিক্রি করতে চান এবং যারা পুরনো বাইক কিনতে চান অথবা এক্সচেঞ্জ করতে চান, তাঁদের সবার জন্য এই Reown সুবিধাটি কার্যকর হতে চলেছে।

পুরাতন বাইক কেনাবেচা হয়ে গেল আরো সহজ, জানুন Royal Enfield Re-own প্রোগ্রাম ঠিক কি

এক্ষুনি এই পরিষেবা পুরো দেশে শুরু হচ্ছেনা। নতুন Reown এর সুবিধা মিলবে কেবল দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু এবং চেন্নাইতে। তবে আগামী দিনে অন্যান্য শহরেও এই পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে Royal Enfield এর। উল্লেখ্য যে, বাইকগুলো বিক্রির আগে চলবে নানান পরীক্ষা। পুরাতন বাইক বিক্রির আগে 200+ টেকনিক্যাল পরীক্ষা করবে Royal Enfield।

পুরাতন বাইক কেনাবেচা হয়ে গেল আরো সহজ, জানুন Royal Enfield Re-own প্রোগ্রাম ঠিক কি

অনলাইন এবং অফলাইন, উভয় বাজারেই এই পরিষেবা মিলবে। এতদিন Royal Enfield এর পুরাতন বাইক কিনতে গিয়ে ঠকে যাওযার সম্ভাবনা থাকত। কিন্তু এবার সেই সমস্যারও সমাধান করেছে কোম্পানি। প্রথমে টেকনিক্যাল পরীক্ষা হবে তারপরই বিক্রির জন্য আসবে বাজারে। Reown প্রোগ্রামের অধীনে বাইক কিনলে গ্রাহকদের অতিরিক্ত ওয়ারেন্টিও দেবে কোম্পানি। থাকবে 2টি ফ্রি সার্ভিস এবং বিক্রেতাদের 5000 টাকার লয়ালটি বোনাস দিচ্ছে Royal Enfield।

About Author