Read In
Whatsapp
Car News

8 লাখের বাজেটে কিনে নিন Mini-Scorpio, মাইলেজ নিয়ে ভাবতে হবে না! কিনলে পয়সা উসুল

Maruti Suzuki সদ্যই তাদের নয়া Brezza গাড়িটি লঞ্চ করেছে মার্কেটে। SUV সেগমেন্টে যে বাজেটে গাড়িটি আসে সেখানে ইন্ডাস্ট্রি লিডিং হয়ে ওঠেছে নতুন গাড়িটি। কিন্তু কেন কিনবেন Brezza? চলুন তাই দেখে নেওয়া যাক বিশদে।

Maruti Brezza এর ফিচারস:
Brezza তে রয়েছে 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। সাথে আপনি ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লের সাপোর্ট দেখতে পাবেন। 4-স্পীকার সাউন্ড সিস্টেম সহ অ্যাম্বিয়েন্ট লাইটিং বিলাসবহুল অভিজ্ঞতা দেয়। নিরাপত্তার জন্য গাড়িতে রয়েছে 360-ডিগ্রি ক্যামেরা।

Brezza SUV তে সিঙ্গেল-পেন সানরুফ এবং ওয়্যারলেস ফোন চার্জার গাড়িটির আকর্ষণ বাড়িয়েছে। এছাড়া রয়েছে শক্তিশালী ইঞ্জিন। সেখানে একটি 1.5-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে যা 103 BHP শক্তি এবং 137 NM টর্ক উৎপন্ন করতে সক্ষম। 5 গতির ম্যানুয়াল এবং একটি 5-গতির অটোম্যাটিক গিয়ারবক্স যুক্ত রয়েছে গাড়ির সাথে।

মাইলেজ: অটোম্যাটিক ভার্সনে Brezza 19.8 kmpl মাইলেজ দেয়। CNG ভার্সনটির মাইলেজ 25.51km/kg

দাম: Brezza গাড়িটির দাম শুরু হচ্ছে 8.29 লক্ষ টাকা থেকে। টপ স্পেক মডেলের এক্স শোরুম দাম 13.98 লক্ষ টাকা। এই বাজেটে গাড়িটি Hyundai Venue, Kia Sonet, Mahindra XUV300, Tata Nexon, Renault Kiger, এবং Nissan Magnite-এর সাথে প্রতিযোগিতা করে।

Back to top button