TRENDS
Advertisement

মজবুত বিল্ড কোয়ালিটি আর টপ ক্লাস সুরক্ষা, Tata-র নতুন গাড়ির সামনে উড়ে যাবে মারুতি সুজুকির গাড়ি

সদ্যই টাটা মোটরস তাদের নতুন Nexon গাড়ির সম্ভার নিয়ে এসেছে বাজারে। ছোট আকারের SUV টি বাজারে বেশ ধুম ফেলে দিয়েছে। সবচেয়ে বেশি উত্তেজনা সৃষ্টি হয়েছে Nexon EV Facelift নিয়ে। আধুনিক…

Published By: Ritwik | Published On:

সদ্যই টাটা মোটরস তাদের নতুন Nexon গাড়ির সম্ভার নিয়ে এসেছে বাজারে। ছোট আকারের SUV টি বাজারে বেশ ধুম ফেলে দিয়েছে। সবচেয়ে বেশি উত্তেজনা সৃষ্টি হয়েছে Nexon EV Facelift নিয়ে। আধুনিক ফিচারসের সাথে খুব কম দামেই বাজারে এসেছে গাড়িটি। মজবুত বিল্ড কোয়ালিটি আর টপ ক্লাস সুরক্ষা, Tata-র নতুন গাড়ির সামনে উড়ে যাবে মারুতি সুজুকির গাড়ি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

গত সেপ্টেম্বর মাসের 14 তারিখ লঞ্চ হয় Nexon Facelift। তারপর থেকে গাড়িটির চাহিদা এতখানি বেড়ে যায় যে, Nexon কিনতে গেলে এবার থেকে দীর্ঘ বিরতি সহ্য করতে হবে। ICE Nexon ফেসলিফ্টের জন্য অপেক্ষার সময়কাল প্রায় 6 থেকে 8 সপ্তাহ হলেও সমস্ত মডেলগুলো হিসেবের মধ্যে রাখলে সময়সীমা পৌঁছায় 10 সপ্তাহে। নেক্সন ইভি ফেসলিফ্টে অপেক্ষা করতে হবে 6-9 সপ্তাহ।

মজবুত বিল্ড কোয়ালিটি আর টপ ক্লাস সুরক্ষা, Tata-র নতুন গাড়ির সামনে উড়ে যাবে মারুতি সুজুকির গাড়ি

সাধারণত এই মার্কেটে বহু সময় ধরে রাজ চালিয়েছে মারুতি সুজুকি ব্রেজ্জা। কিন্তু নিরাপত্তা এবং লেটেস্ট টেকনোলজির সাথে বাজারে বির পরিবর্তন করেছে Tata Motors। Tata Nexon গ্লোবাল NCAP টেস্টে 5-স্টার নিরাপত্তা রেটিং পেয়েছে আর সেই করেই বাজিমাৎ করেছে কোম্পানি। দারুণ লুকের সাথে টপ ক্লাস সুরক্ষা, এই দুইয়ের সাথে যুক্ত হয়েছে শক্তিশালী ইঞ্জিন, সবমিলিয়ে সুপারহিট হয়ে ওঠছে টাটা মোটরসের গাড়িগুলো।

মজবুত বিল্ড কোয়ালিটি আর টপ ক্লাস সুরক্ষা, Tata-র নতুন গাড়ির সামনে উড়ে যাবে মারুতি সুজুকির গাড়ি

Tata Nexon ইঞ্জিন
Nexon SUV তে পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিন বিকল্পই রয়েছে। গাড়িতে 1.2-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন মোট 120 BHP শক্তি এবং 170 Nm টর্ক জেনারেট করে। 1.5-লিটার ডিজেল ইঞ্জিন 115 BHP শক্তি এবং 260 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। আর এই ইঞ্জিন যুক্ত রয়েছে 5-স্পীড ম্যানুয়াল, 6-স্পীড ম্যানুয়াল, 6-স্পীড AMT, এবং একটি নতুন 7-স্পীড ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন (DCT) এর সাথে। উল্লেখ্য ডিজেল ইউনিট কেবল 6-স্পীড ম্যানুয়াল এবং 6-স্পীড AMT ট্রান্সমিশনের সাথে আসে।

মজবুত বিল্ড কোয়ালিটি আর টপ ক্লাস সুরক্ষা, Tata-র নতুন গাড়ির সামনে উড়ে যাবে মারুতি সুজুকির গাড়ি

দাম
বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী Nexon এর দাম ভিন্ন ভিন্ন। বাজারে Nexon স্মার্ট, পিওর, ক্রিয়েটিভ এবং ফিয়ারলেস এই চার ভেরিয়েন্টে পাওয়া যায়। সেই সাথে 7টি রঙের সাথেও আসে গাড়িটি। Tata Nexon এর দাম রয়েছে 8.10 লক্ষ টাকা থেকে 15.50 লক্ষ টাকা। (এক্স-শোরুম দিল্লি)।

About Author