Read In
Whatsapp
Electric Vehical

Ola এবং Ather কে হঠাতে আসছে Bajaj এর নতুন স্কুটার, একবার চার্জ দিলেই ছুটবে 126 কিমি!

নয়া ইলেকট্রিক স্কুটার আসছে বাজারে। দেশের ইলেকট্রিক স্কুটারের মার্কেটে বড় ছাপ ফেলতে আসছে বাজাজ। এবার দুটি নতুন ভেরিয়েন্ট আনছে কোম্পানি। ইলেকট্রিক অবতারে নতুন রূপে স্কুটারটি লঞ্চ করেছে Bajaj। এক্ষেত্রে বাজাজের লক্ষ্য Ola এবং Ather এর বাজার। কিন্তু কেমন হলো স্কুটার দুটি? চলুন দেখে নেওয়া যাক।

আর্বান এবং প্রিমিয়াম এই দুই ভার্সনে নতুন Chetak লঞ্চ করতে চলেছে সংস্থা। এর মধ্যে আর্বান স্কুটারে ছোট ব্যাটারি ব্যাক এবং প্রিমিয়াম মডেলে বড় ব্যাটারি প্যাক থাকতে চলেছে। আর এটাই মুখ্য পার্থক্য হতে চলেছে। কারণ দুই মডেলে চেহারার দিক দিয়ে কোনও পরিবর্তন থাকবে না।

বাজাজ চেতক প্রিমিয়াম স্কুটারে রয়েছে 3.2 kwh ব্যাটারি প্যাক। আর এই স্কুটারটি একবার ফুল চার্জে মোট 126 কিলোমিটার ছুটতে সক্ষম। থাকছে TFT কালার ডিসপ্লে, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং স্মার্টফোন কানেক্টিভিটি। মোট 5.7 hp শক্তি উৎপন্ন করবে স্কুটারটি। বাজারে চেতকের যে মডেলটি বিক্রি হচ্ছে তার থেকে বেশি শক্তির সাথে আসছে এটি।

অন্যদিকে আর্বান ভেরিয়েন্টে তুলনামূলক কম ব্যাটারি প্যাক পাওয়া যাবে। এই স্কুটারে 2.9 kwh ব্যাটারি প্যাক থাকবে যা একবার 113 কিলোমিটার মাইলেজ দেয়। প্রিমিয়াম ভার্সনের থেকে কম শক্তিশালী হলেও বর্তমান স্কুটারের থেকে 5 কিলোমিটার বেশি গতিতে ছুটবে স্কুটারটি।

উল্লেখ্য যে, বর্তমানে চেতকের যে মডেলটি বিক্রি হয় তাতে একবার ফুল চার্জে মাত্র 108 কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়। সাথে স্কুটারটির সর্বোচ্চ গতি মাত্র 63 কিমি প্রতি ঘণ্টা। চেতকের নতুন দুই ভার্সন আগেরটির থেকে অধিক শক্তির সাথে আসছে। প্রসঙ্গত, নতুন ভার্সনটির দাম 10 থেকে 15 হাজার টাকা বাড়তে পারে।

Back to top button