TRENDS
Advertisement

Car Care Tips: গাড়িকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচান এইভাবে, মেনে চলুন এই 6টি নিয়ম

গাড়ির ইঞ্জিন নতুন গাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ইঞ্জিনের কোনোরকম ক্ষতি হলে দীর্ঘ সমস্যার মধ্যে পড়তে হয়। আর এই ইঞ্জিনে অন্যান্য সমস্যার মতো একটি সমস্যা সেটির অত্যধিক গরম হয়ে…

Published By: Ritwik | Published On:

গাড়ির ইঞ্জিন নতুন গাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ইঞ্জিনের কোনোরকম ক্ষতি হলে দীর্ঘ সমস্যার মধ্যে পড়তে হয়। আর এই ইঞ্জিনে অন্যান্য সমস্যার মতো একটি সমস্যা সেটির অত্যধিক গরম হয়ে যাওয়া। এক্ষেত্রে আপনাকে আগের থেকেই সেই সমস্যা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। চলুন আজ জানাবো কিভাবে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া থেকে রুখতে পারবেন। Car Care Tips: গাড়িকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচান এইভাবে, মেনে চলুন এই 6টি নিয়ম

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) নিয়মিত কুল্যান্টের মাত্রা পরীক্ষা করুন
আপনার গাড়ির কুল্যান্টের মাত্রা সঠিক সীমার মধ্যে রয়েছে কিনা দেখে নিন। কুল্যান্টের মাত্রা কমে গেলে অদক্ষ তাপ অপচয়ের দিকে পরিচালিত হয় এবং তার ফলে অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

2) রেডিয়েটার চেক করতে থাকুন
নিয়মিত গাড়ির রেডিয়েটার দেখে নিন। গাড়িকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে রেডিয়েটর অপরিহার্য। সেখানে জমে থাকা ময়লা আবর্জনা ইত্যাদি সরিয়ে সেটিকে পরিষ্কার করে রাখুন। Car Care Tips: গাড়িকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচান এইভাবে, মেনে চলুন এই 6টি নিয়ম

3) দেখে নিন রেডিয়েটর ক্যাপ সুরক্ষিত রয়েছে কিনা
গাড়ি চালানোর আগে ভালভাবে লক্ষ্য করুন গাড়ির রেডিয়েটর ক্যাপ শক্তভাবে সিল করা আছে কিনা। আলগা বা ক্ষতিগ্রস্থ ক্যাপ থেকে কুল্যান্ট বাষ্পীভবন হয়ে হওয়াতে মিশে সিস্টেমের কার্যকারিতা হ্রাস করে।

4) কুলিং ফ্যান সঠিকভাবে কাজ করছে কিনা তাও দেখে নিন
কুলিং ফ্যান সঠিকভাবে কাজ করছে কিনা তা ভালভাবে পরীক্ষা করে নিন। একটি ত্রুটিপূর্ণ ফ্যান ইঞ্জিনে বাতাসের চলাচলে বাধার সৃষ্টি করতে পারে। আর তার ফলে ইঞ্জিনে অতিরিক্ত গরম তৈরি হতে পারে।

5) যথাসম্ভব ওভারলোডিং এড়িয়ে চলুন
অত্যধিক ওজন আপনার গাড়ির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলেও তাপ উৎপাদন বৃদ্ধি পায়। এজন্য গাড়ির ইঞ্জিনের ওপর অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন।

Car Care Tips: গাড়িকে অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচান এইভাবে, মেনে চলুন এই 6টি নিয়ম

6) নিয়মিত ইঞ্জিন চেক করে নিন
সম্ভাব্য সমস্যাগুলি বাড়ার আগেই শনাক্ত করতে এবং সেগুলোর সমাধান করতে নিয়মিত ইঞ্জিন পরিদর্শন করতে থাকুন।

About Author