TRENDS
Advertisement

Car Care Tips: গাড়ির টায়ারের অ্যালাইনমেন্ট ঠিক আছে তো? নাহলে পড়বেন এই এই সমস্যায়

গাড়ি কেনা মানুষের কাছে এক স্বপ্ন। অনেকেই চাকরি জীবনে প্রবেশ করেই গাড়ি কেনার স্বপ্ন দেখেন। কিন্তু গাড়ি কেনার পর অনেকেই সেই গাড়িকে বেশ অযত্নে রেখে দেন। বিশেষ করে গাড়ি একটু…

Published By: Ritwik | Published On:

গাড়ি কেনা মানুষের কাছে এক স্বপ্ন। অনেকেই চাকরি জীবনে প্রবেশ করেই গাড়ি কেনার স্বপ্ন দেখেন। কিন্তু গাড়ি কেনার পর অনেকেই সেই গাড়িকে বেশ অযত্নে রেখে দেন। বিশেষ করে গাড়ি একটু পুরনো হয়ে গেলেই। এরকমভাবে আপনার টায়ারের বেশ ক্ষতি হতে পারে। বিশেষ করে টায়ারের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেলে তার যত্ন নিন, নাহলে মহা সমস্যায় পড়তে হতে পারে আপনাকে।Car Care Tips: গাড়ির টায়ারের অ্যালাইনমেন্ট ঠিক আছে তো? নাহলে পড়বেন এই এই সমস্যায়

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

গাড়িতে টায়ার অ্যালাইন মেন্ট বিষয়টা খুব গুরুত্বপূর্ন হলেও সেদিকে নজর দেননা অনেকে। কিন্তু এবার থেকে সেদিকে নজর অতিরিক্ত নজর দিন। নিম্নে কারণগুলো বর্ণিত করা হলো।

কেন করবেন চাকার অ্যালাইনমেনট : গাড়ি চালানোর সময় পুরো ওজন টায়ারের ওপর পড়ে। রাস্তায় গর্ত ইত্যাদির কারণে টায়ারের অ্যালাইনমেনট নষ্ট হয়। সেক্ষেত্রে গাড়ি একপাশে হয়ে গাড়ি চলতে শুরু করে। যা খুবই বিপদজনক। তাই গাড়ির চাকার অ্যালাইনমেন্ট খুবই জরুরি হয়ে পড়ে।Car Care Tips: গাড়ির টায়ারের অ্যালাইনমেন্ট ঠিক আছে তো? নাহলে পড়বেন এই এই সমস্যায়

সাসপেনশন নষ্ট : গাড়ির চাকার অ্যালাইনমেন্ট সময়মতো না হলে গাড়ির বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। ধীরে ধীরে গাড়ির সাসপেনশন খারাপ হতে থাকে এবং তার কু-প্রভাব গাড়ির স্টিয়ারিংয়ের ওপর পড়তে থাকে। ফলে অন্যান্য অংশগুলিও বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলিকে মেরামত করতেও সময় এবং টাকা নষ্ট হয়।

টায়ারের উপর কেমন প্রভাব পড়ে : সারিবদ্ধ না হওয়ার ক্ষতিকর প্রভাব গাড়ির টায়ারের উপর পড়ে। টায়ার একদিক থেকে দ্রুত নষ্ট হয়। এবার চাকা নষ্ট হলে গাড়ির গ্রিপ কমে যায় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে অনেকখানি।Car Care Tips: গাড়ির টায়ারের অ্যালাইনমেন্ট ঠিক আছে তো? নাহলে পড়বেন এই এই সমস্যায়

শুধু তাই না গাড়ির টায়ার অ্যালাইনমেন্ট নষ্ট হলে চালানোর সময়ও বেশ সমস্যার মুখে পড়তে হয় আপনাকে। সেই কারণে গাড়ি চালানোর অভিজ্ঞতাও নষ্ট হয়। ঘন ঘন স্টিয়ারিংকে সোজা করতে হয়। এক্ষেত্রে শুধু চালকের অসুবিধাই নয় অনেক সময় গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।

About Author