TRENDS
Advertisement

10 লাখের নিচে এই 5 গাড়িই সবচেয়ে সুরক্ষিত, তালিকায় সবচেয়ে সস্তা গাড়ির দাম মাত্র 5.84 লক্ষ টাকা!

গাড়ি কেনার আগে সাবধান হয়ে যান, এবার লো বাজেট সেগমেন্টেও সুরক্ষায় কোনো কমতি নেই। দেখে নিন 10 লাখের নীচে সেরা 5টি সুরক্ষিত গাড়ি

Published By: Ritwik | Published On:

বর্তমান সময়ে সুরক্ষা বড়সড় সেলিং ফ্যাক্টর হয়ে ওঠেছে। বিভিন্ন গাড়ি বিক্রির আগে কোম্পানি তাই ফলাও করে সেটির ক্র্যাশ টেস্ট রিপোর্ট এবং কয়টি Airbag রয়েছে তাই নিয়ে রিপোর্ট বানায়। এতদিন এই সমস্ত সুবিধা দামী গাড়িতে পাওয়া গেলেও এবার থেকে মাত্র 6 লাখের গাড়িতেও Airbag দিচ্ছে গাড়ি নির্মাতারা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

চলুন আজ তাহলে দেখে নেওয়া যাক 10 লাখের নীচে কোন কোন গাড়িতে Airbag পাওয়া যায়। উল্লেখ্য মাত্র 6 লাখের গাড়িতেও এই ফিচার রয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেরা পাঁচটি সুরক্ষিত গাড়ি।

1) Tata Nexon 10 লাখের নিচে এই 5 গাড়িই সবচেয়ে সুরক্ষিত, তালিকায় সবচেয়ে সস্তা গাড়ির দাম মাত্র 5.84 লক্ষ টাকা!
দাম – 8.10 লাখ থেকে 15.50 লাখ টাকা
6টি Airbag পাওয়া যায় এই গাড়িতে। শুধু তাই না, G-NCAP টেস্টে 5Star নিরাপত্তা রেটিং পেয়েছে Tata Nexon।

2) Hyundai Grand i10 Nios 10 লাখের নিচে এই 5 গাড়িই সবচেয়ে সুরক্ষিত, তালিকায় সবচেয়ে সস্তা গাড়ির দাম মাত্র 5.84 লক্ষ টাকা!
দাম: 5.84 লক্ষ টাকা থেকে 8.51 লাখ টাকা
6 লাখেরও কম দামে এই গাড়িতে 6টি Airbag রয়েছে।

3) Hyundai Exter 10 লাখের নিচে এই 5 গাড়িই সবচেয়ে সুরক্ষিত, তালিকায় সবচেয়ে সস্তা গাড়ির দাম মাত্র 5.84 লক্ষ টাকা!
দাম – 6 লাখ থেকে 10.10 লাখ টাকা
নতুন লঞ্চ হওয়া Exter যেমন ফিচারপ্যাকড তেমনই সুরক্ষিত।

4) Hyundai i20 N line 10 লাখের নিচে এই 5 গাড়িই সবচেয়ে সুরক্ষিত, তালিকায় সবচেয়ে সস্তা গাড়ির দাম মাত্র 5.84 লক্ষ টাকা!
দাম – 9.9 লক্ষ টাকা থেকে 12.47 লক্ষ টাকা।

5) Hyundai Aura  10 লাখের নিচে এই 5 গাড়িই সবচেয়ে সুরক্ষিত, তালিকায় সবচেয়ে সস্তা গাড়ির দাম মাত্র 5.84 লক্ষ টাকা!
দাম – 6.44 লাখ থেকে 9 লাখ টাকা

(ওপরে উল্লিখিত সমস্ত দাম Ex-Showroom Price)

তালিকা দেখে বুঝতেই পারছেন যে, Hyundai এর সমস্ত গাড়ির সমস্ত ট্রিমেই 6টি Airbag দিচ্ছে কোম্পানি।

About Author