সদ্যই পেরিয়েছে দীপাবলি। আবার সামনেই নতুন বছর। উৎসবের মরশুমে তাই নানান ব্র্যান্ড নানান অফার নিয়ে আসে। মারুতি সুজুকিও পিছিয়ে থাকতে চায়নি। একগুচ্ছ অফার রয়েছে Maruti Suzuki গাড়িগুলোর ওপর। এবার আপনিও যদি বড় আকারের গাড়ি কিনতে চান তাহলে Maruti Suzuki Ciaz একটি দারুণ অপশন। আকারে বড় হলেও গাড়িটি বেশ সাশ্রয়ী মূল্যেই উপলব্ধ।
চলতি বছরের 1 জানুয়ারি থেকে 31 অক্টোবর অবধি দেশের মোট 7119 টি Ciaz বিক্রি হয়েছে বাজারে। উল্লেখ্য শুধু অক্টোবর মাসেই গাড়িটির মোট 695 ইউনিট বিক্রি হয়েছে। 10টি কালার অপশনের সাথে 7টি ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে গাড়িটি।
Ciaz গাড়িতে 510 লিটারের বড় বুট স্পেস রয়েছে যার ফলে সহজেই বেশ অনেকখানি লাগেজ নিয়ে যাওয়া সম্ভব হয় যা দীর্ঘ যাতায়াতে বেশ সাহায্য করে। হিল হোল্ড অ্যাসিস্ট সহ একাধিক সুরক্ষা ফিচারস রয়েছে গাড়িতে। বাচ্চার সুরক্ষার ক্ষেত্রেও অতিরিক্ত ফিচার দিয়েছে মারুতি সুজুকি।
সেডান গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 9.30 লক্ষ টাকা থেকে এবং টপ মডেলের এক্স শোরুম দাম 12.29 লক্ষ টাকা। 20.65 কিমি মাইলেজের গাড়িটি সস্তায় কিনতে পারেন ফাইন্যান্সের মাধ্যমে। এজন্য আপনাকে 1.07 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এবং সেইসাথে 5 বছরের জন্য বার্ষিক 9.8% সুদের সাথে মাসিক EMI খরচ পড়বে 20,419 টাকা।